<p>ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি কারখানায় আগুন ধরে গেছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলের কোরেনেভো শহরে বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং উপাদান উৎপাদনকারী একটি কারখানায় এই আগুন লাগার ঘটনা ঘটে।</p> <p>স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলের অন্তর্বর্তী গভর্নর এই তথ্য জানিয়েছেন। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর আলেক্সি স্মিরনভ বলেন, ‘হামলায় শ্রমিকদের কেউ আহত হননি।’ </p> <p>রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান প্রতিরক্ষাব্যবস্থা কুরস্ক অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>