<p contenteditable="true">লেবাননের দক্ষিণাঞ্চল থেকে দখলকৃত গোলান মালভূমিতে শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলি বিমান হামলার জবাবে বুধবার (১২ জুন) এই আক্রমণের দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।</p> <p contenteditable="true">প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও একাধিক রকেট প্রতিহতের দাবি করেছে তেল আবিব।</p> <p contenteditable="true">এর আগে মঙ্গলবার (১১ জুন) ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ সদস্যসহ এক সিনিয়র ফিল্ড কমান্ডার নিহত হন। জবাবে পাল্টা হামলা চালায় হিজবুল্লাহ। গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই একে অপরকে লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে লেবানন-ইসরায়েল।</p> <p contenteditable="true">গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তার সবচেয়ে বড় রকেট ব্যারেজ চালু করেছে।</p> <p contenteditable="true">এই সপ্তাহে ইসরায়েলি যুদ্ধবিমানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে, তাদের বিমানের কোনো ক্ষতি হয়নি।</p> <p contenteditable="true">ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, দক্ষিণ লেবাননের একটি এলাকায় ১৫টি রকেট হামলা করেছে তারা। এদিকে গাজা উপত্যকাজুড়ে অবিলম্বে যুদ্ধবিরতির লক্ষণ ছাড়াই অবিরত হামলা করছে ইসরায়েলি সামরিক বাহিনী।</p> <p contenteditable="true">হামাস বলেছে, মধ্যস্থতাকারীদের কাছে সর্বশেষ যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়া উপস্থাপন করেছে তারা। এই প্রস্তাবে বন্দি বিনিময় এবং গাজা পুনর্গঠনের পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।</p>