<p>কিরগিজস্তান থেকে ৬৫০ জনেরও বেশি পাকিস্তানি শিক্ষার্থীকে প্রত্যাবাসন করা হচ্ছে। শনিবার প্রায় ১৩০ জন শিক্ষার্থী পাকিস্তানে পৌঁছেছেন। আরো ৫৪০ জন রবিবার পৌঁছনোর কথা রয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী রবিবার এ কথা বলেছেন। কিরগিজ রাজধানী বিশকেকে শিক্ষার্থীদের আবাসনের কাছে স্থানীয় ও বিদেশিদের মধ্যে সংঘর্ষের পর এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।</p> <p>স্থানীয় সময় শুক্রবার রাতে বিভিন্ন দেশের শতাধিক শিক্ষার্থীর মধ্যে ঝগড়া শুরু হলে চার পাকিস্তানি ছাত্র আহত হয়। শহরের শিক্ষার্থীরা পাকিস্তানি গণমাধ্যমকে জানিয়েছেন, কর্তৃপক্ষ শিক্ষার্থীদের বাড়ির ভেতরে থাকার নির্দেশ দিয়েছে।</p> <p>ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ‘তিনটি বিশেষ, বাণিজ্যিক ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।’</p> <p>তিনি আরো বলেন, ‘এটি বিদেশি শিক্ষার্থীদের ওপর আক্রমণ ছিল, শুধু পাকিস্তানি শিক্ষার্থী নয়। ভারতীয়, বাংলাদেশি ও আরব শিক্ষার্থীরাও ছিল।’</p> <p>এদিকে সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানাতে পাকিস্তানের সরকার শনিবার কিরগিজস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র দপ্তরে তলব করেছে। কিরগিজস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, সপ্তাহের শুরুতে বিদেশি শিক্ষার্থীরা তাদের ছাত্রাবাসে ‘অজ্ঞাত ব্যক্তিদের’ কাছে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। সেই ঘটনার পরে ‘বিশৃঙ্খলা’ হয়েছে।</p> <p>স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, কিরগিজস্তানজুড়ে ১১ হাজারেরও বেশি পাকিস্তানি শিক্ষার্থী রয়েছে। দেশটি মেডিক্যাল শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে জনপ্রিয়।</p> <p>সূত্র : এএফপি</p>