<p>ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ হামলায় ইসরায়েলের ১৪ সেনা আহত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় বুধবার, ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে উত্তর ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ জানিয়েছে। </p> <p>ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আহতদের মধ্যে ছয় সেনার অবস্থা গুরুতর। তারা আরো জানিয়েছে, আরব আল আরামশে বেদুইন গ্রামের দিকে গোলাবর্ষণের বেশ কয়েকটি উৎসসহ অ্যান্টি-ট্যাংক মিসাইল এবং ড্রোন উৎক্ষেপণ শনাক্ত করার পর ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলি ইয়েনেট নিউজ সাইট জানিয়েছে, সেনারা গ্রামের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছিল, তখনই এই হামলা চালানো হয়। </p> <p>এর আগে গত মঙ্গলবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ফিল্ড কমান্ডারসহ তিনজন নিহত হন বলে লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে। জবাবে এই হামলা চালাল হিজবুল্লাহ। গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।</p> <p>সূত্র : রয়টার্স</p>