<p>ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জািতিক বিমানবন্দরে জরুরি অবতরণের পর ভারতীয় একটি বিমান তাদের গন্তব্য গুয়াহাটিতে ফিরে গেছে। এর আগে আজ শনিবার ভোর ৪টায় ঢাকায় জরুরি অবতরণ করে ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর ওই বিমানটি। এ সময় বিমানটিতে ১৭৮ জন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর প্রায় ১২ ঘণ্টা পর বিমানটি গুয়াহাটিতে পৌঁছয়। </p> <p>ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘন কুয়াশার কারণে বিমানটি গুয়াহাটির বিমানবন্দরে অবতরণ করতে পারছিল না। এ সময় এটিকে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।  </p> <p>কুয়াশার কারণে গুয়াহাটির বিমানবন্দরের দৃশ্যমানতা এতটাই কমে গিয়েছিল যে পাইলট বিমানটিকে বিমানবন্দরের রানওয়েতে নামাতে পারছিলেন না। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর দেওয়ার পর বিমানটিকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। শনিবার ভোর ৪টার সময় বিমানটি সেখানে অবতরণ করে। বিমানে থাকা কয়েকজন যাত্রীর বরাতে প্রতিবেদনে বলা হয়, অবতরণ করানোর পর বিমানের ভেতরেই তাঁদের কয়েক ঘণ্টা বসে থাকতে হয়। যাত্রীদের অনেকেই এক্স হ্যান্ডলে তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। </p> <p>এ ঘটনার পর ভারতীয় বিমান প্রতিষ্ঠান ইন্ডিগো এক বিবৃতিতে বলে, ‘মুম্বাই থেকে গুয়াহাটিগামী ৬ই ৫৩১৯ বিমানটি কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি। বাধ্য হয়ে সেটিকে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানটিকে ঢাকা থেকে আবার গুয়াহাটিতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে। যাত্রীদের প্রতি মুহূর্তের আপডেট দেওয়া হচ্ছে। এ ছাড়া তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার ব্যবস্থাও করা হয়েছে। এই অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।’</p> <p>মুম্বাইয়ের যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুরও ওই বিমানে ছিলেন। তিনি এক্স হ্যান্ডলে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগোর ৬ই ৫৩১৯ বিমানে উঠেছিলাম। কিন্তু কুয়াশার কারণে গুয়াহাটিতে সেটি নামতে পারেনি। পরিবর্তে ঢাকায় নামানো হয়েছে। পাসপোর্ট না থাকার কারণে আমরা ৯ ঘণ্টা ধরে বিমানের ভেতরে অপেক্ষা করছি।’ </p> <p>সুরজ সিং পরে আবার এক পোস্টে লিখেছেন, ‘অবশেষে গুয়াহাটিতে অবতরণ করেছি। ১২ ঘণ্টার ফ্লাইটের পর আমি ইউরোপে পৌঁছনোর আশা করি। কিন্তু আমি গুয়াহাটিতে থাকতে পেরেও খুশি। আমার দেশ মহান। ধন্যবাদ।’</p> <p>ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ অনুসারে, ইন্ডিগো ফ্লাইটটি স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে মুম্বাই থেকে যাত্রা করে এবং ১১টা ১০ মিনিটে গুয়াহাটিতে অবতরণের কথা ছিল। কিন্তু ফ্লাইটটি তিন ঘণ্টা দেরি করে রাত ১১টা ২০ মিনিটে মুম্বাই থেকে ছাড়ে।</p>