<p>৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ২৩ হাজার ৩৫৭ জনে উন্নীত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরো ৫৯ হাজার ৪১০ জন। বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। আনাদোলু এজেন্সি প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।</p> <p>এ ছাড়াও মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৪৭ জন নিহত এবং ২৪৩ জন আহত হয়েছে।’</p> <p>বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।’</p> <p>অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরায়েলে আন্তঃসীমান্ত হামলা চালানোর পর থেকে গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে ইসরায়েল। হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।</p> <p>এদিকে জাতিসংঘের মতে, প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী ইসরায়েলি আক্রমণে বাস্তুচ্যুত হয়েছে। তাদের সবাই খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয় ছাড়াই বসবাস করছে।</p>