<p>ভারতে আগুন কেড়ে নিল ৯ জনের প্রাণ। দুর্ঘটনাটি দেশটির তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদের নামপল্লী এলাকার। সোমবার সেখানে একটি বহুতলে আগুন লাগে। এতে আহত হয়েছে আরো তিনজন।</p> <p>পুলিশ সূত্রে জানা যায়, বহুতলের নিচের তলায় আগুন লাগে। সেখানে রাসায়নিক পদার্থ মজুদ করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিট নাগাদ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের বেশ কয়েকটি ইউনিট। তার পরই শুরু হয় উদ্ধারকাজ।</p> <p>প্রত্যক্ষদর্শীদের দাবি, নিচে গাড়ি মেরামত করা হচ্ছিল। তা থেকে স্ফুলিঙ্গ বের হচ্ছিল। তা থেকেই আগুনের সূত্রপাত।</p> <p>যদিও কী কারণে আগুন লেগেছে তা এখনো সরকারিভাবে জানানো হয়নি। এখনো জানা যায়নি অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।</p> <p>সূত্র : আনন্দবাজার পত্রিকা</p>