<p>গাজা ও মিশরের রাফাহ সীমান্তে এক হৃদয়বিদারক মুহূর্ত ধরা পড়েছে বার্তা সংস্থা আল জাজিরার ক্যামেরায়। যুদ্ধবিধ্বস্ত গাজা সিটি ছেড়ে মিসরে পাড়ি জমাতে দুজনই এ সীমান্ত এলাকায় এসেছিলেন। কিন্তু নাগরিকত্বের জটিলতা তাদের আলাদা করে দিয়েছে।  </p> <p>আল জাজিরার একজন সংবাদকর্মী এক্স (সাবেক টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যাচ্ছে, অশ্রুসিক্ত নয়নে গাজার এই নবদম্পতি একে অপরকে বিদায় জানাচ্ছেন। আবার কখন দেখা হবে তা কেউ জানেন না। </p> <p>আজ বৃহস্পতিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে রাফাহ সীমান্তে গিয়েছিলেন। স্ত্রী জর্দানের নাগরিক হওয়ার মিসরে প্রবেশের অনুমতি মিলেছে। কিন্তু স্বামী ফিলিস্তিনের নাগরিক হওয়ায় গাজাতেই থেকে যেতে হবে।</p> <p>আল জাজিরাকে ফিলিস্তিনি ওই নাগরিক বলেছেন, ‘এখানে আমার একমাত্র অপরাধ, আমি ফিলিস্তিনি।’</p> <p><iframe frameborder="0" height="600" scrolling="no" src="https://twitframe.com/show?url=linkhttps://twitter.com/ajmubasher/status/1719885536209355007" width="600"></iframe></p> <p>এখন পর্যন্ত শুধুমাত্র গাজায় বসবাসকারী বিদেশি নাগরিকদের মিসরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বিবিসির প্রতিবেদনে বলা হয়েছিল,  প্রায় ৮৮ জন আহত ফিলিস্তিনিকে মিসরে যেতে দেওয়া হবে। তাঁদের মিসর সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে একটি ফিল্ড হাসপাতাল চিকিৎসা দেওয়া হবে। </p>