kalerkantho

মঙ্গলবার । ১৫ অক্টোবর ২০১৯। ৩০ আশ্বিন ১৪২৬। ১৫ সফর ১৪৪১       

'কারাগারের দেয়ালগুলো ভেঙে দাও', বাগদাদির নতুন অডিও বার্তা

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:৫৬ | পড়া যাবে ২ মিনিটে'কারাগারের দেয়ালগুলো ভেঙে দাও', বাগদাদির নতুন অডিও বার্তা

আবু বকর আল বাগদাদি

ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু বকর আল বাগদাদির ৩০ মিনিটের নতুন একটি অডিও প্রকাশিত হয়েছে। ওই অডিও বার্তায় আইএস সদস্যদের উদ্দেশে তিনি বলেন, তোমরা তোমাদের ভাইবোনদের উদ্ধার করো। তাদের উদ্ধারে কারাগারের দেয়ালগুলো ভেঙে দিতে সর্বাত্মক চেষ্টা কর।

তিনি তার অনুসারীদের প্রতি বিভিন্ন কারাগার ও শিবিরে বন্দি থাকা আইএস সদস্য ও নারীদের ছাড়িয়ে আনার আহ্বান জানান। 

সোমবার আইএসের আল ফুরকান নামের একটি মিডিয়া নেটওয়ার্ক ৩০ মিনিটের অডিওটি প্রকাশ করে। 

এমন এক সময়ে আইএস নেতার এই অডিও বার্তাটি প্রকাশ পেলো যখন ধরে নেওয়া হয়েছে যে, মধ্যপ্রাচ্যে আইএস জঙ্গি গোষ্ঠীটি পুরোপুরি পর্যুদস্ত এবং তাদের আর মাথা তুলে দাঁড়াবার ক্ষমতা নেই।

ওই অডিও বার্তায় বাগদাদি দাবি করেন, তার অনুসারীরা মালিসহ বিভিন্ন যুদ্ধক্ষেত্রে এখনও প্রতিদিন লড়াই চালিয়ে যাচ্ছে। 

এ সময় তিনি তার অনুসারীদের ইরাক ও সিরিয়ায় আটক আইএসের সদস্য ও তাদের স্ত্রী সন্তানদের ছাড়িয়ে আনার আহ্বান জানান। 

তিনি অডিও বার্তায় কারাগার ও বন্দিশিবিরে আটক থাকা অনুসারীদের ধৈর্য্যধারণের আহ্বান জানান।

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় হাসাখেহ প্রদেশের একটি শিবিরে প্রায় ৭৩ হাজার মানুষ আটক রয়েছে। এদের অনেকেই আইএস সদস্য ও তাদের পরিবারের সদস্য। এছাড়া সিরিয়া ও ইরাকের বহু কারাগারে আইএস সদস্যরা আটক রয়েছে।

পাঁচ মাস আগে বাগদাদির একটি ভিডিও প্রকাশিত হয়েছিল। এমন এক সময়ে সেটি প্রকাশ হয়েছিলো যখন ধারণা করা হচ্ছিল যে, যুদ্ধ করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। 

সূত্র: ভয়েস অব আমেরিকা, দ্য নেশন 

 

মন্তব্যসাতদিনের সেরা