kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

কুয়া থেকে চিতাবাঘটি যেভাবে উদ্ধার হলো (ভিডিওসহ)

কালের কণ্ঠ অনলাইন   

১৫ জুলাই, ২০১৯ ১২:৪৬ | পড়া যাবে ১ মিনিটেএকটি চিতাবাঘ আচমকা লোকালয়ে ঢুকে পড়েছিল। চিতাবাঘটি লোকালয়ে ঘুরতে ঘুরতে পড়ে গেল একটি কুয়ার ভিতরে। এ ঘটনায় চিতাবাঘটিকে রীতিমতো নায়কীয় কায়দায় উদ্ধার করা হয়েছে। রবিবার মহারাষ্ট্রের পুণে জেলার শিরুর তালুকার ফোকতে গ্রামে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা বলছেন, রবিবার চিতাটি কুয়োয় পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় বন দপ্তরে। স্থানীয় উদ্ধারকারী দল এবং বন্যপ্রাণী সংগঠন এসওএস এর উদ্ধারকারীরা চিতাবাঘটিকে উদ্ধার করেন।

উদ্ধার প্রক্রিয়ার একটি ভিডিও-তে দেখা গেছে, আনুমানিক চার বছর বয়সী চিতাবাঘটিকে উদ্ধার করার জন্য একটি ছোট খাঁচা কুয়ায় নামিয়ে দেন উদ্ধারকারীরা। দরজা খোলা অবস্থায় নামানো হয় খাঁচাটি। এরপরে চিতাবাঘটি সাঁতরে এসে সেই খাঁচায় ঢুকতেই উদ্ধারকারীরা দ্রুত খাঁচার মুখ বন্ধ করে উপরে তুলে আনেন। 

মন্তব্যসাতদিনের সেরা