আগামী ১০ আগস্ট ‘গ্যালাক্সি আনপ্যাকড’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে স্যামসাং। সেখানে স্মার্টফোন ও ওয়্যারেবল গ্যাজেট উন্মোচন করবে তারা।
ইভেন্টটিকে কেন্দ্র করে সম্প্রতি একটি টিজার প্রকাশ করেছে স্যামসাং। টিজারে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি, শুধু একটি ফ্লিপড ফোনের সাইড প্রফাইল দেখানো হয়েছে।
স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মুয়ীদূর রহমান বলেন, ‘গত বছর আমরা আমাদের গ্রাহকদের কাছ থেকে অপ্রত্যাশিত সাড়া পেয়েছি। সে সময় গ্যালাক্সি জেড সিরিজের হ্যান্ডসেটের প্রি-অর্ডার লটের সবই ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গিয়েছিল। আমাদের প্রত্যাশা, গত বছরের মতো এবারও আমরা আমাদের ক্রেতাদের স্মার্টফোনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারব।
বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় স্যামসাং নিউজরুম, স্যামসাং ডটকম এবং স্যামসাংয়ের ইউটিউব চ্যানেল থেকে একযোগে অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে।