kalerkantho

মঙ্গলবার । ২৫ জুন ২০১৯। ১১ আষাঢ় ১৪২৬। ২২ শাওয়াল ১৪৪০

শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নে এটুআই ও ডিআইইউ

টেক প্রতিদিন ডেস্ক   

১৫ মে, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিক্ষার্থীদের দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবনসহ বিভিন্ন বিষয়ে গবেষণা পরিচালনা করবে আইসিটি বিভাগের এটুআই প্রকল্প এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। গতকাল ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ে এ বিষয়ে চুক্তি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং এটুআই প্রকল্পের পরিচালক মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে জানানো হয়, এটুআইয়ের বিভিন্ন গবেষণা, জরিপ, মূল্যায়ন, তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করার পাশাপাশি প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ নিয়েও গবেষণা করবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ ছাড়া এটুআইকে সঙ্গে নিয়ে বিভিন্ন ধরনের কর্মশালা, সেমিনার, পরামর্শসভারও আয়োজন করবে।

 

মন্তব্যসাতদিনের সেরা