<p>ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে।</p> <p>তবে ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৯.৯২ পয়েন্ট কমে ৫৩৮৩ পয়েন্টে অবস্থান করছে।</p> <p>ডিএসই শরিয়া সূচক ৫.৬৫ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১.৫১ পয়েন্ট কমে ১৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট ৩৯২টি কম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮৮টি কম্পানির, কমেছে ২৬১টির এবং অপরিবর্তিত আছে ৪৩টির। ডিএসইতে এদিন মোট ৪৮৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।</p>