<p>নোভাক জোকোভিচ দাবি করেছেন, ২০২২ সালে মেলবোর্নে সংক্ষিপ্ত সময় ধরে আটক থাকার সময় তাকে খাদ্যে সীসা এবং পারদমিশ্রিত ‘বিষাক্ত’ খাবার দেওয়া হয়েছিল। এর ফলে তাকে অস্ট্রেলিয়ান ওপেনের শুরুর প্রাক্কালে তাকে দেশটি থেকে বের করে দেওয়া হয়েছিল।</p> <p>এই সাবেক বিশ্ব এক নম্বর টেনিস তারকা কোভিড ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানানোর পর তার ভিসা বাতিল করে দেওয়া হয় এবং তাকে শেষ পর্যন্ত দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। তখন তাকে  মেলবোর্নের একটি হোটেলে আটকে রাখা হয়। সে সময় তিনি আইনি লড়াই করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি।</p> <p>৩৭ বছর বয়সী জোকোভিচ জিকিউ ম্যাগাজিনের এক দীর্ঘ সাক্ষাৎকারে বৃহস্পতিবার বলেছেন, ‘আমার কিছু শারীরিক সমস্যা ছিল। এবং আমি বুঝতে পেরেছিলাম যে মেলবোর্নের সেই হোটেলে আমাকে এমন খাবার দেওয়া হয়েছিল যা আমাকে বিষাক্ত করে তুলেছিল। </p> <p>জোকোভিচ আরো বলেন, ‘আমি যখন সার্বিয়া ফিরে গিয়েছিলাম তখন কিছু বিষয় আবিষ্কার করেছি। আমি এটা কখনোই পাবলিকলি বলিনি, কিন্তু আমি জানতে পারি যে আমার শরীরে ভারী ধাতুর পরিমাণ খুবই বেশি ছিল। আমার শরীরে সীসা এবং পারদের মাত্রা ছিল খুবই বেশি।’</p> <p>যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি কি বিশ্বাস করেন যে তার খাবারে বিষপ্রয়োগ করা হয়েছিল, তখন সার্বিয়ান টেনিস তারকা উত্তর দিয়েছেন, ‘এটাই একমাত্র উপায়।’</p> <p>অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স বিভাগের একজন মুখপাত্র বলেছেন যে তারা ‘গোপনীয়তা কারণে’ ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে পারবে না। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পার্ক হোটেলের সঙ্গে তাদের একটি চুক্তি রয়েছে, যেখানে আটক ব্যক্তিদের জন্য তাজা খাবার রান্না করা, পৃথকভাবে পরিবেশিত দুপুর এবং রাতের খাবার সরবরাহ করার কথা উল্লেখ করা হয়েছে।</p> <p>সরকার দাবি করেছে যে পুষ্টিকর, সাংস্কৃতিকভাবে খাপ খায় এবং তার পাশাপাশি মেডিকেল ও পথ্য বিচারে উপযোগী বিভিন্ন রকম খাবার বেছে নেওয়ার সুযোগ ছিল আটক ব্যক্তিদের জন্য। সকালের নাশতার খাবার হিসেবে নুটি, সেরেল, নুডলস, চা ও কফির ব্যবস্থাও ছিল, যেটা দিনে কিংবা রাতে যেকোনো সময় সরবরাহ করা হতো।</p> <p>মেলবোর্ন পার্কে আগামী রোববার শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। জোকোভিচ সেখানে এই প্রতিযোগিতায় নিজের ১১তম এবং সব মিলিয়ে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন। জোকোভিচ জানিয়েছেন, ২০২২ সালের সেই বিতর্কের পরও ‘অস্ট্রেলিয়ানদের প্রতি তার কোনো ক্ষোভ নেই।’</p> <p>তিনি বলেন যে, ‘অস্ট্রেলিয়ান জনগণের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, যদিও ২০২২ সালের এই বিতর্কের পরও।’ এক বছর পর, তিনি মেলবোর্নে ফিরে এসে শিরোপা জিতেছিলেন।</p>