<p>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের মাত্র পাঁচদিন আগে কোচ চন্ডিকা হাথুরাসিংহেকে চাকরীচ্যুত করে বিসিবি। গত ১৫ অক্টোবর তাকে বরখাস্তের সিদ্ধান্ত জানান বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। সাবেক কোচের বিরুদ্ধে বোর্ডের যে দুইটি অভিযোগ ছিল তার একটি গত বিশ্বকাপে এক খেলোয়াড়কে শারীরিকভাবে লাঞ্ছিত করা। তবে বাংলাদেশের অধিনায়ক শান্ত জানিয়েছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না।</p> <p>আজ (২০ অক্টোবর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তখন তাকে প্রশ্ন করা হয় ২০২৩ বিশ্বকাপে একজন খেলোয়াড়কে ফিজিক্যাল এসল্ট করেছেন বলে হাথুরুসিংহের চাকরি গেছে। আপনি তখন দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এই ঘটনা আপনি কীভাবে দেখেছিলেন তখন? উত্তরে শান্ত জানান, ‘আমি আসলে এটা জানিই না। সত্যি বলছি ,আমি জানি না।’<br /> সামনে এমন কিছু ঘটলে কি করবেন এমন প্রশ্নে শান্তর উত্তর, ‘এমন কিছু ঘটবে না কখনো’।</p> <p>মিরপুরে আগামীকাল সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছা থাকলেও সাকিবকে দেশে ফিরতে নিষেধ করা হয়েছে বোর্ড থেকে। শান্ত জানিয়েছেন সাকিবের বিদায়ী সংবর্ধনা 'পেন্ডিং' থাকছে, 'অবশ্যই পরিকল্পনা ছিলো আমাদের (সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেওয়ার)। শুধু বাংলাদেশ বলবো না, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় উনি। </p>