<p>সাকিব আল হাসানবিহীন যুগের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। টি-টোয়েন্টি থেকে সাকিবের অবসরের পর প্রথম ম্যাচ খেলতে নেমে ইনিংসের সূচণা লগ্নেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ১৪ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে নাজমুল হোসেন শান্তর দল।</p> <p>অথচ, দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিলেন লিটন দাস। তার ওপেনিং সঙ্গী পারভেজ হোসেন ইমন প্রথম ওভারের তৃতীয় বলে প্রান্ত বদল করলে মুখোমুখি প্রথম বলেই বাউন্ডারি হাঁকান তিনি। কিন্তু এর পরে আর্শদ্বীপ সিংয়ের বলে যে শট খেললেন তা কথায় অপরিনামদর্শী। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল আড়াআড়ি শট খেলতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিয়ে আসলেন। টপ এজড হয়ে রিংকু সিংয়ের তালুবন্দি হলেন।</p> <p>তিনে নেমে হার্দিক পান্ডিয়াকে ছক্কা মেরে পাল্টা আক্রমণ করেন শান্ত। কিন্তু দ্বিতীয় ওভার শেষ হতেই আবারো ধাক্কা খায় বাংলাদেশ। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলে আরেক ওপেনার ইমনকে ড্রেসিংরুমের পথ ধরতে বাধ্য করেন আর্শদ্বীপ। ইনসাইড এজড হয়ে বোল্ড হন ২ বছরেরও বেশি সময় পর খেলতে নামা ইমন। ২০২২ সালের পর সিনিয়রদের হয়ে খেলার সুযোগ না পেলেও অবশ্য ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে দুটি ম্যাচ খেলেছেন তিনি। সেই দুই ম্যাচ বাদ দিলে আজ প্রথমবারের মতো সিনিয়রদের হয়ে খেলতে নেমে ৮ রানের বেশি করতে পারেননি তিনি।</p> <p>দুই ওপেনার আউট হওয়ার পর বাংলাদেশের হাল ধরেছিলেন শান্ত-তাওহিদ হৃদয়। তবে ৩ বছর পর ভারতীয় দলে ফেরা বরুণ চক্রবর্তীর বলে হৃদয় আউট হলে ২৬ রানেই জুটি থেমে যায়। ভারতীয় স্পিনারকে ছক্কা মারতে গিয়ে লং অনে ১২ রানে পান্ডিয়ার হাতে ধরা পড়েন হৃদয়। মাঝে অবশ্য ৩ রানের সময় অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডির ভুল বোঝাবুঝিতে জীবনও পেয়েছিলেন বাংলাদেশি ব্যাটার। কিন্তু কাজে লাগাতে পারলেন না। অধিনায়ককে সঙ্গ দিতে এসে দ্রুত ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মাহমুদ উল্লাহ রিয়াদও।</p> <p>ইনিংসের অষ্টম ওভারে মায়াঙ্ক যাদবকে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ পয়েন্টে ওয়াশিংটন সুন্দরকে ক্যাচ দেন মাহমুদ উল্লাহ। ১ রান করা বাংলাদেশি ব্যাটার মায়াঙ্কের ক্যারিয়ারের প্রথম শিকার। আজকের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে আইপিএলে ১৫৬.৭ কি.মি. গতিতে ঝড় তোলা এই পেসারের। </p> <p>একপ্রান্ত আগলে রেখে দলকে পথ দেখাচ্ছেন ২৪ রান করা শান্ত। তাকে সঙ্গ দিতে এসে ৮ রানের বেশি করতে পারেননি জাকের আলি অনিক। বরুণের বলে বোল্ড হয়ে ফিরেছেন তিনি। ৬ রান করে শান্তকে সঙ্গ দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ৫ উইকেটে ৬৪ রান। </p>