<p>বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজের দলে থাকলেও তারকা ক্রিকেটারদের ভিড়ে একাদশে সুযোগ হয়নি সরফরাজ খানের। সুযোগ না পাওয়ার ক্ষোভটাই যেন ব্যাটে ঝাড়ছেন ভারতীয় ব্যাটার। ইরানি কাপে তার ডাবল সেঞ্চুরিই প্রমাণ।</p> <p>মুম্বাইয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করার পথে একটা রেকর্ডও গড়েছেন সরফরাজ। ইরানি কাপের ইতিহাসে মুম্বাইয়ের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ২৬ বছর বয়সী ব্যাটার। রেস্ট অব ইন্ডিয়া দলের বিপক্ষে আজ এই কীর্তি গড়েন অটল বিহারি বাজপেয়ি স্টেডিয়ামে।</p> <p><iframe frameborder="0" height="442" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="no" src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FBCCIDomestic%2Fvideos%2F1273147940356967%2F&width=500&show_text=true&height=442&appId" style="border:none;overflow:hidden" width="500"></iframe></p> <p>প্রসিদ্ধ কৃষ্ণার বাউন্সারকে অফসাইডে ঠেলে দিয়ে উদযাপনের দৌড় শুরু করেন সরফরাজ। প্রান্ত বদল শেষ হওয়ার আগেই হেলমেট-ব্যাট উঁচিয়ে ধরেন তিনি। এরপর ডান হাতে থাকা ব্যাটকে তলোয়ারের মতো শূন্যে ঘুরিয়ে বুনো উল্লাস করেন। উদযাপন শেষ করার আগে দুই হাঁটু গেড়ে বসে আল্লাহকে স্মরণ করেন এই ব্যাটার। </p> <p>নিজের কাজটা অবশ্য এখনো শেষ করেননি সরফরাজ। ২১৮ রানে অপরাজিত থেকে মুম্বাইকে রানের পাহাড় গড়তে সহায়তা করছেন তিনি। ২৭০ বলের দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ২৫ চার ও ৪ ছক্কায়। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে মুম্বাইয়ের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৫২২।</p>