<p>খালেদ আহমেদকে আউট করে জাদেজা যখন নিজের টেস্ট ক্যারিয়ারের ৩০০ তম উইকেটের মাইফলক স্পর্শ করলেন ততক্ষণে বাংলাদেশ অলআউট। প্রথম ইনিংসে বাংলাদেশের সমাপ্তি ঘটেছে ২৩৩ রানে। </p> <p>৩ উইকেটে ১০৭ রান নিয়ে শুরু করা বাংলাদেশ মুমিনুল শুরু করেছেন ৪০ রান নিয়ে। এক পাশে যখন উইকেটের আসা-যাওয়ার মিছিল তখন অন্য পাশ আগলে রেখেছেন মুমিনুল। খেলেছেন অপরাজিত ১০৭ রানের ইনিংস। টেস্ট ক্যারিয়ারের ১৩তম সেঞ্চুরিরর দিনে দেখেছেন ৯টি উইকেটের পতনও। </p> <p>চতুর্থ দিনে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট। এর মধ্যে দিনের দ্বিতীয় সেশনে ৮.২ ওভারে ২৮ রান তুলতেই শেষ চার উইকেট। তিন উইকেট নিয়েছেন বুমরা। ২টি করে উইকেট সিরাজ, অশ্বিন ও আকাশের।  </p>