<p>চেন্নাইয়ে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ। কিন্তু হাসান মাহমুদদের মুখের হাসিটা দ্রুতই মিলিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে রেকর্ড জুটি গড়ে ভারতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছেন দুজনে।</p> <p>জাদেজা-অশ্বিনের কাজ অবশ্য এখনো শেষ হয়নি। বাংলাদেশি বোলারদের ওপর শাসন করেই যাচ্ছেন তারা। বিশেষ করে অফস্পিনার অশ্বিন। ৯২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। অন্যদিকে ৭৮ রানে অপরাজিত আছেন জাদেজা। সপ্তম উইকেটে ১৭৭ রানের জুটি গড়েছেন তারা। বাংলাদেশের বিপক্ষে ৭ কিংবা তার নিচে যা সর্বোচ্চ। </p> <p>এই রেকর্ড গড়ার পথে পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার ও জহির খানের ১৩৩ রানের জুটিকে। ২০০৪ সালে ১০ উইকেটে ঢাকায় এই জুটি গড়েছিলেন শচীন-জহির। প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭৭ রানের জুটি গড়ে অপরাজিত আছেন জাদেজা-অশ্বিন।</p> <p>এর আগে হাসানের তোপে ভারতের স্কোর আড়াই শ হবে কি না, তা নিয়ে একটা শঙ্কা ছিল। ৩৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর মাঝে ঋষভ পন্ত (৩৯) যশ্বসী জয়সোয়াল (৫৬) হাল ধরলেও তারা আউটের পর ১৪৪ রানে ৬ উইকেট হারায় ভারত। সেই স্কোরকে এখন ৩২১ রানে নিয়ে গেছেন জাদেজা-অশ্বিন।</p>