<p>চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আজ দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। </p> <p>টস জিতে শান্ত বলেছেন, তিনি কন্ডিশন কাজে লাগাতে চান এবং উইকেটের ময়েশ্চারের ফায়দা তুলে নিতে চান।</p> <p>ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বলেছেন, ভালো ক্রিকেট খেলতে চায় তার দল।</p> <p>তিন পেসার ও দুজন স্পিন অলরাউন্ডার খেলাবে বাংলাদেশ। তিন পেসার ও দুজন স্পিনার খেলাবে ভারতও।</p> <p>বাংলাদেশের একাদশ<br /> জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।</p> <p>ভারতের একাদশ<br /> রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।</p>