<p>ক্যারিয়ারে অনেক ‘ডাবলে’ নাম তুলেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের অনেক ‘ডাবলে’ তো তিনিই প্রথম। তিন সংস্করণে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ‘ডাবলে’ তিনিই যেমন বিশ্বের প্রথম অলরাউন্ডার। এবার টেস্টের আরেকটি কীর্তিতে নাম তোলার অপেক্ষায় বাংলাদেশি অলরাউন্ডার।</p> <p>ক্রিকেটের আদি সংস্করণে ৪ হাজার রান ও ২৫০ উইকেটের মাইলফলক গড়ার পথে সাকিব। রানের কোটা আগেই পূর্ণ করেছেন তিনি। বাকি শুধু উইকেটের কোটা। দুই টেস্টে ৮ উইকেট পেলেই বিশ্বের পঞ্চম অলরাউন্ডার হিসেবে এই কীর্তি গড়বেন ৩৭ বছর বয়সী বাঁহাতি ব্যাটার। </p> <p>সাকিবের আগে এই রেকর্ড গড়েছেন ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস ও ড্যানিয়েল ভেট্টরি। প্রথম এই রেকর্ড গড়েন ইংল্যান্ডের কিংবদন্তি বোথাম। ম্যাচের (৬৯) হিসেবে তিনি দ্রুততমও। ১০২ টেস্ট খেলে তার রান ৫২০০ ও উইকেট ৩৮৩। পরে বোথামের কীর্তি স্পর্শ করেন ভারতকে প্রথম ওয়ানডে বিশ্বকাপ জেতানো অধিনায়ক কপিল। ভারতীয় অলরাউন্ডার ১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট নিয়েছেন।</p> <p>তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার ক্যালিস। বোথাম-কপিলদের থেকে উইকেট সংখ্যায় কম হলেও দুজনের মোট রানের চেয়েও ক্যারিয়ারে ঢের বেশি করেছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। ১৬৬ টেস্টে ১৩২৮৯ রান করেছেন তিনি। সঙ্গে ২৯২ উইকেট তার নামের পাশে।</p> <p>তিন পেস অলরাউন্ডারের পর বিশ্ব ক্রিকেট প্রথম কোনো স্পিনার হিসেবে এই কীর্তি গড়তে দেখে ভেট্টরিকে। বাঁহাতি এই স্পিনার ১১৩ টেস্টে ৪৫৩১ রান ও ৩৬২ উইকেট নেন। বাংলাদেশের সাবেক স্পিন কোচের কীর্তিতেই এবার নাম লেখাতে যাচ্ছেন সাকিব। দুই টেস্ট মিলে ৮ উইকেট নিলে দ্বিতীয় স্পিনার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। বর্তমানে ৬৯ টেস্টে তার রান ৪৫৪৩ ও ২৪২ ‍উইকেট।</p>