<p>সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। বর্তমানে ভারতের বিপক্ষে দুইটি টেস্ট খেলতে ভারত সফরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের বর্তমান টেস্ট দল নিয়ে প্রশংসায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে। </p> <p>হার্শা ভোগলের মতে এটাই বাংলাদেশের সেরা টেস্ট স্কোয়াড। এটি বলার পিছনে যুক্তিও তুলে ধরেছেন তিনি। </p> <p>নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেন, ‘বাংলাদেশ-ভারত টেস্ট হয়েছে ১৩টি। যার মধ্যে বৃষ্টির কারণে দুটি টেস্ট ড্র হওয়া ছাড়া বাকি সব ম্যাচে হেরেছে বাংলাদেশ। ঢাকায় সর্বশেষ টেস্টে জেতার খুব কাছে গিয়েছিল তারা। ২০১৯ সালে সফরেও বাংলাদেশের মধ্যে কোনো লড়াইয়ের তাড়না পাইনি। তবে আমি এবার বাংলাদেশকে নিয়ে আশাবাদী কারণ আমি বিশ্বাস করি আমার দেখা এটাই তাদের সেরা স্কোয়াড।’</p> <p>এই স্কোয়াডকে সেরা বলার ব্যাখ্যাও দিয়েছেন এই ধারাভাষ্যকার, ‘এই স্কোয়াডকে সেরা বলার এক নম্বর কারণ হচ্ছে তাদের গতিময় পেসার। নাহিদ রানা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে রোমাঞ্চকর পেসার। সব সময় আমরা সত্যিকারের পেসের কথা বলি যেটাতে কিছু না কিছু হয়, নাহিদের তা আছে। পাকিস্তানের খুব ভালো ব্যাটারদের সে ভুগিয়েছে। হাসান মাহমুদ আরেকজন যে বেশ কিছু উইকেট নিয়েছে। তাসকিন আহমেদের নিজেকে আরেকবার দেখানোর মঞ্চ যে সে কেমন মানের বোলার। কাজেই তাদের তিনটা সত্যিকারের পেসার আছে।’</p> <p>এছাড়াও তাদের দুজন কিপিং করতে পারে।  একই সঙ্গে দারুণ ব্যাটারও তারা। দুজন স্পিন বোলিং অলরাউন্ডার আছে। সাকিব ও মুশফিকের অবসরের পর তাদের যোগ্য মিডল অর্ডার হতে পারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। আমি মনে করি তার দুইজনই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। </p>