<p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:13.0pt"><span style="font-family:SolaimanLipi">হাঙ্গেরিতে দাবা অলিম্পিয়াডের প্রথম রাউন্ডে সহজ প্রতিপক্ষই পেয়েছিল বাংলাদেশ। ছেলেরা খেলেছে লেসোথোর বিপক্ষে, মেয়েদের প্রতিপক্ষ ছিল সেন্ট লুসিয়া। দুই বিভাগেই ৪-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।</span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:13.0pt"><span style="font-family:SolaimanLipi">অলিম্পিয়াডের ওপেন বিভাগে এবার ১৯৭টি দেশ খেলছে। তার মধ্যে বাংলাদেশ র্যাংকিংয়ের ৬৫তম স্থানে থেকে টুর্নামেন্ট শুরু করেছে। সেখানে আফ্রিকান লেসোথোর র্যাংকিং ১৬৮। ফাহাদ-মননদের এই ম্যাচ জিততে তাই কোনো সমস্যাই হয়নি। প্রতিপক্ষ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রেটিং ১৯০০। ফিদে মাস্টার পর্যন্ত নেই কেউ। বাংলাদেশের হয়ে ওপেন বিভাগের এই ম্যাচে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মনন রেজার সঙ্গে খেলেছেন দুই গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও নিয়াজ মোরশেদ। </span></span></span></span></p> <p style="text-align:justify"><span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-size:13.0pt"><span style="font-family:SolaimanLipi">মেয়েদের বিভাগেও সেন্ট লুসিয়ার খেলোয়াড়দের রেটিং অনুল্লেখযোগ্য। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রটি র্যাংকিংয়ে বাংলাদেশের (৬২) চেয়ে ৯২ ধাপ পিছিয়ে। মেয়েদের দলে এদিন খেলেছেন নোশিন আঞ্জুম, ওয়ালিজা আহমেদ, ওয়াদিফা আহমেদ ও নসুরাত জাহান। তবে হেসে-খেলে শুরুর পরের দিন আজ দ্বিতীয় রাউন্ডেই শক্ত প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশের দুই দল। রাতে ছেলেরা মুখোমুখি হয়েছে ভিয়েতনামের। এই টুর্নামেন্টে যারা ২১তম স্থানে থেকে খেলছে এবং দলে তিনজন গ্র্যান্ডমাস্টার। ওদিকে মেয়েদের প্রতিপক্ষ ২২তম স্থানে থাকা রোমানিয়া। ছেলেরা গত অলিম্পিয়াডে ৬৬তম ও মেয়েরা ৫৬তম হয়।</span></span></span></span></p>