<p>লাঞ্চ বিরতির আগে জ্বলে উঠেছেন বাংলাদেশের বোলাররা। ১ উইকেটে ২৩ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। সেখান থেকে লাঞ্চ বিরতির আগে ৬ উইকেট হারিয়ে হারের শঙ্কায় আছে পাকিস্তান।</p> <p>শেষ দিনের শুরুটা উইকেট দিয়ে শুরু হয় বাংলাদেশের। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। তবে তৃতীয় ওভারে শরিফুলের বলে বাবরের সহজ ক্যাচ ছাড়েন  লিটন দাস। তবে লিটন জীবন দিলেও নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফিরেছেন বাবর আজম। পরের ওভারেই সাকিবের বলে স্টাম্পড হয়েছেন প্রথম ইনিংসে ১৪১ রান করা সৌদি শাকিল। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার শূন্য রানে ফিরেছেন তিনি।</p> <p>এক প্রান্তে দেখেশুনে খেলছিলেন আবদুল্লাহ শফিক। তবে হঠাৎ সাকিবকে বড় শট খেলতে গিয়ে উইকেট দিয়েছেন এই ওপেনার। সাকিবের দুই উইকেটের পর আঘাত করেন মেহেদি হাসান মিরাজ। তার বলে স্লিপে সাদমান ইসলামের হাতে  সালমান আগা ক্যাচ দিলে এলোমেলো হয়ে যায় পাকিস্তানের ব্যাটিং।</p> <p>মধ্যাহ্নভোজের আগে ৬ উইকেটে ১০৮ রান করে বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে এখনো ৯ রানে পিছিয়ে তারা। ২২ রান নিয়ে রিজওয়ান এবং ১ রান নিয়ে ব্যাটিংয়ে আছেন শাহিন আফ্রিদি। <br />  </p>