<p>ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজকে বিদায় দিয়েছে বসুন্ধরা কিংস। নতুন মৌসুমে মাঠে চ্যাম্পিয়নরা নামছে ফরাসি স্ট্রাইকার জাহেদ ক্যাজাকে নিয়ে। ক্যাজার ক্যারিয়ারের অধিকাংশ সময় কেটেছে সুইস সুপার লিগের ক্লাব সিওনে। কঙ্গোলিজ বংশোদ্ভূত এই ফরাসি উইংয়েও অভ্যস্ত। গতির কারণে সুইস ক্লাবটিতে ‘ফেরারি’ নামে খ্যাতিও পেয়েছিলেন।</p> <p>২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে নাইজেরিয়া জাতীয় দলে ডাক পাওয়া সেন্টার ব্যাক ইসাইয়া এজেকেও দলে ভিড়িয়েছে পাঁচবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। নাইজেরিয়ার শীর্ষ লিগে খেলা এজের বয়স ২১। কিংসের রক্ষণভাগে উজবেক ইউলদাশভ ববুরবেকের জায়গা নেবেন তিনি। ববুরবেকের স্বদেশি মিডফিল্ডার আসরর গফুরভও কিংস ছেড়েছেন। এই মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে যাওয়া দলটি পুরনো বিদেশিদের মধ্যে রবসন রোবিনহো ও মিগেল ফিগেইরাকে ধরে রেখেছে। সেই সঙ্গে ফিরিয়েছে তারা ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফার্নান্দেজকে। ফার্নান্দেজ, রোবিনহো একই সঙ্গে কিংসে নাম লিখিয়েছিলেন ২০২০ সালে। রোবিনহো টানা পঞ্চম মৌসুম খেলতে চলেছেন ক্লাবটিতে। ফার্নান্দেজ দ্বিতীয় মেৌসুমে চোট পেয়ে ক্লাব ছাড়েন। গত মৌসুমে আবাহনীতে খেলেছিলেন তিনি।</p> <p>এই মৌসুমের দলবদল শেষ হচ্ছে আগামীকাল। নতুন দুই বিদেশিকে নিয়ে ফুটবল ফেডারেশনে কাল পূর্ণ স্কোয়াড জমা দিচ্ছে কিংস। ফরাসি জাহেদ ক্যাজা ও নাইজেরিয়ান এজেকে প্রথমবারের মতো দেখা যাবে ঢাকার ফুটবলে। ক্যাজা সুইজারল্যান্ডে খেলেছেন ২০১৬ থেকে ২০২২ পর্যন্ত। সাইপ্রাস, ইসরায়েল ও ইউক্রেনেও খেলেছেন। এজে নাইজেরিয়ার কাওরা ইউনাইটেড থেকে গত বছর ধারে খেলেছে সুইডিশ ক্লাব এমজালবিতে।</p>