<p>ইউরো ও কোপার চ্যাম্পিয়নদের নিয়ে অনুষ্ঠিত হয় ফিনালেসিমা। দুই মহাদেশীয় চ্যাম্পিয়ন স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ম্যাচ নিয়ে ভক্তদের আগ্রহ অনেক। তবে কবে কোথায় এ ম্যাচটি আয়োজিত হবে তা নিয়ে রয়েছে শঙ্কা। </p> <p>সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালেই দেখা যাবে এ দুজনের ফিনালেসিমার মাঠের লড়াই। সম্প্রতি কোথায় হবে ফিনালেসিমা তা নিয়ে শঙ্কা ছিল অনেকের। তবে আর্জেন্টিনার সাংবাদিক গাস্তন এদুল জানান, সূচি–জটিলতার কারণে ফিনালিসিমার আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। চলতি বছরের বাকি সময় এবং আগামী বছর স্পেন ও আর্জেন্টিনা দুই দলই আন্তর্জাতিক বিরতিতে ব্যস্ত সময় পার করবে। যে কারণে এই ম্যাচটি আয়োজনের জন্য উপযুক্ত দিন–তারিখ খুঁজে পাওয়া যাচ্ছে না।</p> <p>ম্যাচটির আয়োজন করতে চায় আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। নিজেদের মাঠ স্তাদিও এল মনুমেন্তালে হবে সেই ফাইনাল। তাদের চাওয়ার পক্ষে মত আছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনেরও। আয়োজক হেতে আগ্রহী যুক্তরাষ্ট্র ও স্পেন। তবে ইউরোপিয়ান সংবাদগুলো বলছে, শেষ পর্যন্ত হয়তো এই ম্যাচটি আয়োজিত হতে পারে যুক্তরাষ্ট্রেই। তবে যুক্তরাষ্ট্রের কোন মাঠে ম্যাচটি হবে সেটি এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে, নিউইয়র্কেই হতে পারে এই ম্যাচটি। আর ২০২৫ সালে আয়োজন করা না গেলে এই ম্যাচের জন্য সম্ভাব্য সময় হিসেবে ভাবা হচ্ছে ২০২৬ সালের মার্চকে। যদিও এখনো কোনো কিছুই চূড়ান্ত নয়।<br />  <br /> ২০২২ সালে ফিনালিসিমার সর্বশেষ লড়াইয়ে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি। ম্যাচে ৩–০ গোলে জিতে শিরোপা নিজেদের করে নেয় লিওনেল মেসির দল। </p>