<p>আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আমেরিকা সাব-অঞ্চলের বাছাইপর্বে জয় পেয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল জয় পেলেও হেরেছে আর্জেন্টিনা। সুরিনামকে হারিয়েছে  ব্রাজিল। বাহামাসের কাছে হেরেছে আর্জেন্টিনা। </p> <p>ব্রাজিল তাদের ম্যাচে সুরিনামকে ৬ উইকেটে পরাজিত করে। টস হেরে প্রথমে বোলিং করে নির্ধারিত ২০ ওভারে সুরিনামকে ১০১ রানে আটকে দেয় ব্রাজিল। জবাবে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩২ রান করেন ওপেনার লুইস মোরাইস। ২৮ রানে অপরাজিত থাকেন কাউসার খান।</p> <p>ব্রাজিলের জয়ের দিনে হেরেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনা।  শুরুতে ব্যাটিং করা বাহামাসের ১২০ রানের লক্ষ্য টপকাতে পারেনি আর্জেন্টিনা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০১ রান তুললে ১৮ রানে হেরে যায় আর্জেন্টিনা। </p> <p>জয় না পেলেও পয়েন্ট টেবিলে ব্রাজিলে ওপরেই আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে এক জয়, এক হার ও এক ড্রয়ে তালিকায় চারে আছে আর্জেন্টিনা। তিন ম্যাচে এক জয় দুই হারে সাতে ব্রাজিল। সবার ওপরে আছে বারমুডা। </p>