<p>ফুটবল ইতিহাসে প্রথম ক্লাব হিসেবে ১০০ কোটি ইউরো (১২ হাজার ৭৫০ কোটি টাকা) রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। <br /> গত মঙ্গলবার (২৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসেব প্রকাশ করছে স্পেনের ক্লাবটি। সেখানেই জানানো হয়েছে তথ্যটি।</p> <p>সব মিলিয়ে গত অর্থবছরে রিয়ালের আয় ১০৭ কোটি ৩০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৬৯০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল প্রায় ৮৪ কোটি ৩০ লাখ ইউরো বা ১০ হাজার ৭৫৭ কোটি টাকা।</p> <p>ক্লাবটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২৩-২৪ অর্থবছরে আমাদের মোট পরিচালন আয় হয়েছে ১.০৭৩ বিলিয়ন ইউরো, যা আগের অর্থবছরের তুলনায় ২৩০ মিলিয়ন ইউরো বেশি। এ সময় সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম পুরোপুরি চালু না হওয়া সত্বেও ক্লাবটি ১ বিলিয়ন ইউরো পরিচালন আয় করতে সক্ষম হয়েছে। যেকোনো ফুটবল ক্লাবের জন্য যা নজিরবিহীন ঘটনা।’</p> <p>সফলতায় রিয়াল মাদ্রিদের ধারেকাছে নেই কোনো ক্লাব। রিয়ালের বিবৃতিতে আরও জানানো হয়েছে, স্পেন সরকারকে করের অর্থ পরিশোধের পরও এই অর্থবছরে তাদের লাভ হয়েছে ১ কোটি ৬০ লাখ ইউরো (২০৪ কোটি টাকা), যা আগের অর্থবছরের চেয়ে ৩২ শতাংশ বেশি।</p> <p>আয় বাড়ার সঙ্গে সঙ্গে রিয়ালের সম্পদের মূল্যও বেড়ছে। গত ৩০ জুন পর্যন্ত ক্লাবটির মোট সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৭ কোটি ৪০ লাখ ইউরো (৭ হাজার ৩২২ কোটি টাকা)। কর রাজস্ব ও সামাজিক নিরাপত্তায় ক্লাবটির অবদান ছিল ২৭ কোটি ৭১ লাখ ইউরো (৩ হাজার ৫৩৭ কোটি টাকা)।</p>