<p>মালয়েশিয়ার মেয়েদের ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের মেয়েরা। এতে থাইল্যান্ডের শেষ চারে যাওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ হয়ে যায়।</p> <p>সেমিতে সুযোগ পেতে হলে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে অবিশ্বাস্য কিছু করতে হতো থাইল্যান্ডকে। তবে অবিশ্বাস্য তো দূরে থাক, জয়ও পায়নি তারা। উল্টো শ্রীলঙ্কার কাছে ১০ উইকেটের পরাজয় দেখতে হয়েছে তাদের।</p> <p>৫১ বল হাতে রেখে টানা তৃতীয় জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শেষ চারে স্বাগতিকদের সঙ্গী হয়েছে বাংলাদেশ। ৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই থাইল্যান্ডের বোলারদের ওপর চড়াও হন শ্রীলঙ্কার দুই ওপেনার ভিষমী গুণারত্নে ও চামিরা আতাপাত্তু। ১১.৩ ওভারে দলকে জয় এনে দেন তারা। সেমিতে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান আর বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।</p> <p>মালয়েশিয়ার বিপক্ষে সেঞ্চুরি করা শ্রীলঙ্কার অধিনায়ক আতাপাত্তু আজ ১ রানের জন্য ফিফটি পাননি। অর্ধশতক ও জয় পেতে যখন ১ রানের প্রয়োজন তখন স্ট্রাইক প্রান্তে থাকলেও বাই হওয়ায় ফিফটি পাওয়া হয়নি তার। ১৪০.০০ স্ট্রাইকরেটের ৪৯ রানের ইনিংসটি সাজিয়েছেন ২ চার ও ৪ ছয়ে। অন্যদিকে তার সঙ্গী গুণারত্নে অপরাজিত ৩৯ রানের ইনিংসটি সাজান ৪ চার ও ১ ছক্কায়। অপরাজিত ৪৯ ও ১ উইকেট নিয়ে অনুমিতভাবেই ম্যাচসেরা আতাপাত্তু।</p> <p>এর আগে ডাম্বুলায় টস জিতে ব্যাটিং নিয়ে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৯৩ রান করতে পারে থাইল্যান্ড। দলের হয়ে একাই অর্ধেকের বেশি অপরাজিত ৪৭ রান করেন নান্নাপাত কাঞ্চোরনকি। শ্রীলঙ্কার হয়ে ১৩ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার কাভিশা দিলহারি।</p>