<p>ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে সব স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। অপূর্ণতা ঘোচানোর সঙ্গে সঙ্গে নতুন নতুন রেকর্ডেও নাম লেখাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক।</p> <p>আজ কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামার সঙ্গে সঙ্গেই যেমন একটি রেকর্ড গড়েছেন মেসি। কলম্বিয়ার বিপক্ষে খেলতে নেমে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের কীর্তি গড়েছেন তিনি। একুশ শতকে কোপা আমেরিকার ফাইনালের একাদশে সুযোগ পাওয়া বয়স্ক খেলোয়াড় তিনি। ৩৭ বছর ২০ দিন বয়সে রেকর্ডটি গড়েন।</p> <p>রেকর্ড গড়ার ম্যাচে দুসংবাদ পেতে হয়েছে মেসিকে। গোড়ালির চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। মাঠ ছাড়ার সময় কাঁদছিলেন তিনি। ডাগআউটের সিটে বসেও তার কান্না থামছিল না। তবে কিছুক্ষণ পরেই তার কান্না আনন্দে রূপ নিয়েছে। লাউতারো মার্তিনেজের গোলে কোপা আমেরিকায় রেকর্ড সর্বোচ্চ ১৬ বারের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।</p> <p>ট্রফির রাজত্বের রাজা আগে থেকেই ছিলেন মেসি। এবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে রাজত্বটা বাড়িয়ে নিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপ জিতে ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজকে (৪৩) পেছনে ফেলে ক্যারিয়ারে সর্বোচ্চ ৪৪ ট্রফি জয়ের রেকর্ড গড়েছিলেন আটবারের ব্যালন ডি অর জয়ী। এবার সেই রাজত্বটাই বাড়িয়ে নিলেন তিনি। আজ কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়ে ৪৫ শিরোপার মালিক হয়েছেন ইন্টার মায়ামির প্লেমেকার। দুজনের পরে ৩৯ ট্রফি জিতে তিনে আছেন স্পেনের কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা।</p>