<p>হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাংলাদেশ জাতীয় দলের লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে চট্টগ্রাম থেকে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে। সেখানেই চলছে তার চিকিৎসা। বিসিবির চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর সূত্রে জানা যায়,নাফিস সেরিব্রেল ভেনাস কম্পোসিস নামের এক সমস্যায় ভুগছেন নাফিস।</p> <p>নাফিস ইকবাল গতকাল সকালে অনেক মাথাব্যথা এবং দুর্বলতা নিয়ে চট্টগ্রামের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি হন। সেখানে প্রাথমিক স্ক্যান করানোর পর  মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টি জানা যায়। ব্রেইন স্ট্রোক করেছেন নাফিস ইকবাল। তার মস্তিষ্কের ভেনাস অংশে রক্ত জমাট বেঁধে আছে।</p> <p>গতকাল সন্ধ্যার দিকে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সাবেক অধিনায়ক ও নাফিসের বন্ধু মাশরাফি বিন মুর্তজা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন,  ‘এনজিওগ্রাম করছে, এর আগে বল লাগার কারণে ওর একটা প্লেট ছিল চোখে, সেজন্য এমআরআই করতে পারেনি। যা দেখেছি আল্লাহর রহমতে ভালো আছে, এখন আবার ডাক্তার আসবে। এখন ভালো আছে।’</p> <p>নাফিস সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপ সফরে ছিলেন। সফর থেকে ফিরে তিনি অবস্থান করছিলেন চট্টগ্রামের বাসায়। তিনি সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবালের বড় ভাই ও আকরাম খানের ভাতিজা।<br />  </p>