<p>টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ ম্যাচে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ম্যাচে নেপালকে মামুলি টার্গেট দিয়েও ২১ রানে ম্যাচ জিতে নেয় টাইগাররা। এই ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৭ রানের পাশাপাশি শেষ দিকে ২টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এদিকে গতকাল বাবা দিবসে নেপালের বিপক্ষে বাবার দলকে শুভ কামনা জানিয়ে সাকিবকন্যার একটি লেখা সামাজিক যোগোযোগ মাধ্যমে পোস্ট করেছেন তার স্ত্রী সাকিব উম্মে আল হাসান।</p> <p><img alt="৬৫৪৭৬৫৮" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/timir/1/KALERKANTHO 16.06.24.jpg" width="1000" /></p> <p>বাবাকে উইশ করে সাকিবকন্যা আলাইনা লেখে, ‘আশা করি তুমি আগামী ম্যাচে জিতবে, যদিও তুমি মাঝে মাঝে হেরে যাও। আমি নিশ্চিত তুমি আগামী ম্যাচে জিতবে।’ তারপর অনেকগুলো ভালোবাসার ইমোজি দিয়ে শেষে লেখে ‘লাভ আলাইনা’।</p> <p>পোস্টের ক্যাপশনে সাকিবপত্নী লেখেন, ঈদ মোবারক এবং বাবা দিবসের ছোট্ট উইশ।</p>