<p>গতকাল ওমানের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে স্কটল্যান্ড। আর তাতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত দলকে পেছনে ফেলে বি গ্রুপের শীর্ষে চড়ে বসেছে দলটি। স্কটিশদের দুর্দান্ত নৈপুণ্যে কপাল পুড়তে পারে ইংলিশদের। জস বাটলারদের গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জেগেছে।</p> <p>ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেখান থেকে এক পয়েন্ট পেয়েছে স্কটিশরা। এরপর নামিবিয়া ও ওমানকে হারিয়েছে তারা। এখন তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে সবার উপরে স্কটল্যান্ড। নেট রান রেটও উজ্জ্বল তাদের। দুই ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। আর সমান ম্যাচে ইংল্যান্ডের মাত্র এক পয়েন্ট।</p> <p>এই মুহূর্তে স্কটল্যান্ডের রানরেট +২.১৬৪, অস্ট্রেলিয়ার ‍+১.৮৭৫ আর ইংল্যান্ডের -১.৮০০। সেক্ষেত্রে ইংলিশরা তাদের পরের দুই ম্যাচ জিতলেও স্কটিশদের ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম। দুটি ম্যাচই জিততে হবে বিশাল ব্যবধানে। বৃহস্পতিবার ওমান এবং ১৫ জুন ইংলিশরা খেলবে নামিবিয়ার বিপক্ষে। আর স্কটল্যান্ড তাদের শেষ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আগামী সোমবারে। সেই ম্যাচে কোন ব্যবধানে হারলে সুপার এইটে যেতে পারবে তা জেনে যাবে ম্যাচের আগেই। </p> <p>গতরাতে অ্যান্টিগায় ভিভ রিচার্ডস স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫০ রানের পুঁজি পায় ওমান। রান তাড়া করতে নেমে ৪১ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্কটল্যান্ড। ব্রান্ডন ম্যাকমুলেন অপরাজিত ৬১ রানের ইনিংস খেলেছেন। </p>