<p>টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১২৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সৌম্য সরকার । এতে বিশ্বরেকর্ড গড়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেলেন সৌম্য সরকার।</p> <p>আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এনিয়ে ১৩ বার রেকর্ড শূন্য রানে আউট হয়েছেন সৌম্য। তবে সৌম্য একা নয়, আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও সমান সংখ্যকবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।</p> <p>শূন্য রানে আউট হওয়া তালিকায় দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।</p> <p>লঙ্কানদের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নে ফেরেন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সৌম্য।</p>