<p>জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ের চোটের পরও বিশ্বকাপ দলে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। আশা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন এই পেসার। গতকাল ডালাসে বাংলাদেশ দলের ফিজিও বায়োজিদুল ইসলামের কথা থেকেই পরিস্কার, লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়েই মাঠে ফিরছেন তাসকিন।</p> <p>গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে পূর্ণ রানআপে বোলিং করার কথা ছিল তাসকিনের। যদিও বৃষ্টি বাধায় সেটা হয়ে ওঠেনি। অগত্যা বাংলাদেশ দলকে যেতে হয় স্টেডিয়াম থেকে প্রায় ৪০ মাইল দূরের মাসট্যাং ক্রিকেট একাডেমির ইনডোরে।</p> <p>ইনডোরে তাসকিন কিছু সময় বোলিং করেছেন। এই পেসারের ফেরা নিয়ে ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, 'তাসকিন অনেক উন্নতি করেছে। সম্ভাবনা খুব ভালো (শ্রীলঙ্কা ম্যাচে খেলার)। এ কারণেই সে বিশ্বকাপ দলে আছে। এ ধরনের চোট থেকে চার সপ্তাহের মধ্যে সেরে ওঠে। এ ধরনের চোটের পর শতভাগ ফিট বলা যায় না, তবে অনেক ভালো অবস্থায় থাকবে সে। আশা করি ৭ জুনের (বাংলাদেশ সময় ৮জুন সকালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ) মধ্যেই শতভাগ ফিট হয়ে যাবে।'</p> <p>একদিকে তাসকিনের ফিট ওঠার আনন্দ আরেকদিকে বাংলাদেশ দলের দুশ্চিন্তা বাড়াচ্ছেন শরিফুল ইসলাম। ভারতের বিপক্ষে সর্বশেষ ওয়ার্ম-আপ ম্যাচে চোটে পড়েন শরিফুল। বাঁ হাতে ছয় সেলাই লাগে এই পেসারের। এ ধরনের চোট থেকে সেরে উঠতে ৭-১০ দিন সময় লাগে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে তাঁকে না পাওয়ার যে শঙ্কা ছিল, সেটাই সত্যি হতে যাচ্ছে।</p> <p>ফিজিও বায়োজিদুল ইসলামের কথায়ও সেটা পরিস্কার, 'দেখুন গ্রুপ পর্ব ১৬ তারিখ পর্যন্ত সময় আছে। এর অনেক আগেই ওর সুস্থ হওয়ার কথা। এ ধরনের সেলাইয়ের ক্ষেত্রে ৭-১০ দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এরপর বাকিটা নির্দিষ্ট ক্রিকেটারের ওপর নির্ভর করে। আরো ৩-৪ দিন পর ওর অবস্থা বোঝা যাবে। তবে প্রথম ম্যাচে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।' </p>