<p>টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথম ইনিংসে ব্যাটিং করে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ১৯৫ রানের টার্গেট দিয়েছে কানাডা। নবনীত ঢালিওয়াল ও নিকোলাস কার্টনের জোড়া ফিফটিতে ১৯৪ রানের বিশাল সংগ্রহ পায় তারা। এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্রের দলপতি মোনাঙ্ক প্যাটেল।</p> <p>আগে ব্যাট করে উদ্বোধনী জুটিতে ৪৩ রান সংগ্রহ করে কানাডা। ১৬ বলে ২৩ রান করে হারমিত সিংয়ের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন অ্যারন জনসন। পাওয়ারপ্লেতে ৫০ রান করে কানাডা। দলীয় ৬৬ রানে রান আউট হয়ে ফিরেন পরাগত সিং। তৃতীয় উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন নবনীত ঢালিওয়াল ও নিকোলাস কার্টন। দলীয় ১২৮ রানে ৬১ রান করে আউট হয়ে ফিরেন ঢালিওয়াল। ৪৪ বল খেলে ৩ ছক্কা ও ৬ চারে ইনিংসটি সাজান তিনি। এছাড়া ২ ছক্কা ও ৩ চারে ৩১ বলে ৫১ রান করেন কার্টন। শেষদিকে এসে শ্রেয়াস মোভভা করেন ১৬ বলে ৩২।</p> <p>যুক্তরাষ্ট্রের হয়ে ১ টি করে উইকেট নেন আলি খান, কোরি এন্ডারসন ও হারমিত সিং।</p>