<p>লা লীগায় চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে দারুণ খেলা ফেরমিন লোপেজ, লামিন ইয়ামাল ও পাউ কুবারসি স্পেনের ইউরো দলে ডাক পেলেন। তিনজনই বার্সেলোনার বি থেকে উঠে আসা খেলোয়াড়। স্পেনের হয়ে দারুণ খেলার পুরস্কার পেলেন এই তিন তরুণ। </p> <p>২০২৪ সালে জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোর জন্য ২৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। তবে আগামী ৭ জুনের মধ্যে ২৬ জনের স্কোয়াডে নামিয়ে আনতে হবে।</p> <p>ইয়ামাল ও কুবারসি এর আগে স্পেনের হয়ে খেললেও ফেরমিন লোপেজ ডাক পেয়েছেন প্রথমবারের মতো। ফেরমিন চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে গোল করেন ১১টি। এরমধ্যে  লা লিগায় করেছেন ৮টি। গত এক দশকে বার্সেলোনার হয়ে কোনো মিডফিল্ডারের এটি সর্বোচ্চ গোল সংখ্যা। এর আগে এক মৌসুমে ১০টির বেশি গোল করতে পারেননি কেউ। দলে বার্সেলোনা থেকে সুযোগ পেয়েছেন পাঁচ খেলোয়াড়। এই তিন জন ছাড়াও রয়েছেন পেদ্রি ও ফেরান তোরেস।</p> <p>সদ্য লা লীগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ থেকে জায়গা করে নিয়েছেন দানি কারবাহাল ও হোসেলু  নাচো ফার্নান্দেজ। ২০১৮ সালের পর স্পেন দলের হয়ে কেবল দুটি ম্যাচ খেলা ডিফেন্ডার নাচো ফার্নান্দেজের জায়গা পাওয়াটা ছিল চমক। তবে চোটের কারণে নেই গাভি। জায়গায় হয়নি পিএসজির তারকা ফরোয়ার্ড মার্কো আসেন্সিওর। ।</p> <p>তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী স্পেন গত আসরের সেমিফাইনালে উঠেছিল। 'গ্রুপ অফ ডেথে' বি গ্রুপে এবার তাদের প্রতিপক্ষ ইতালি, ক্রোয়েশিয়া ও আলবেনিয়া। আগামী ১৫ জুন বার্লিনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো যাত্রা শুরু করবে দলটি।</p> <p>স্পেনের ২৯ সদস্যের স্কোয়াড তালিকা:</p> <p>গোলরক্ষক: উনাই সিমন, অ্যালেক্স রেমিরো, ডেভিদ রায়া।</p> <p>ডিফেন্ডার: পাউ কুবারসি, রবিন লে নরম্যান্দ, দানি ভিভিয়ান, নাচো ফার্নান্দেজ, দানি কারভাহাল, হেসুস নাভাস, আইমেরিক লাপোর্তে, অ্যালেক্স গ্রিমালদো, মার্ক কুকুরেয়া।</p> <p>মিডফিল্ডার: ফ্যাবিয়ান রুইজ, পেদ্রি, ফেরমিন লোপেজ, অ্যালেক্স বেনা, আলেক্স গার্সিয়া, রদ্রি হার্নান্দেজ, মার্তিন জুবিমেন্দি, মিকেল মেরিনো, মার্কোস লোরেন্তে।<br /> ফরোয়ার্ড:  লামিন ইয়ামাল, ফেরান তোরেস, মিকেল ওয়ারজাবাল, আয়োজ পেরেজ, আলভারো মোরাতা,জোসে হোসেলু, নিকো উইলিয়ামস, দানি ওলমো।</p>