<p>বাছাই টুর্নামেন্ট থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। আবুধাবাতিতে বিশ্ব বাছাই আসরের ফাইনালে উঠেই আগামী অক্টোবরে ঢাকায় হতে যাওয়া বিশ্বকাপের টিকিট কেটেছে দল দুটি। সেমিফাইনালে শ্রীলঙ্কা ১৫ রানে হারিয়েছে স্বাগতিক আরব-আমিরাতকে। আয়ারল্যান্ডের বিপক্ষে এর আগের সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করে স্কটল্যান্ডও।</p> <p>এই দুই দল নিয়ে বিশ্বকাপের ১০ দল এখন পূর্ণ হলো। তবে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড কোন গ্রুপে পড়ছে তা জানতে অপেক্ষা করতে হবে তাদের ফাইনাল শেষ হওয়া পর্যন্ত। চ্যাম্পিয়ন দল ‘এ’ গ্রুপে। যেখানে আছে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান। অন্য গ্রুপে বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই রানার্স আপ হতে যাওয়া দলটির বিপক্ষেই প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। </p> <p>স্কটল্যান্ডের মেয়েরা প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে। শ্রীলঙ্কা খেলছে অবশ্য ২০০৯ সালের প্রথম আসর থেকেই। এএফপি<br />  </p>