<p>আইপিএলে এবার বল হাতে ছন্দে আছেন মুস্তাফিজুর রহমান। বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে দলের জয়ে অবদান রাখছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। তবে এবার আইপিএল অধ্যায় বড় হচ্ছে না মুস্তাফিজের। শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনুমতি নেওয়া ছিল, পরে এক দিন বাড়ানো হয়েছে সেই অনুমতি। ২ মে দেশে ফিরে ৩ মে জাতীয় দলের সঙ্গে যোগ দিতে হবে তাঁকে। এতে একাংশ প্রশ্ন তুলেছে, জিম্বাবুয়ে সিরিজের জন্য না ডেকে মুস্তাফিজকে আইপিএলে বাড়তি সময় দেওয়া যেত কি না?</p> <p>এমন প্রশ্নে আজ মিরপুরে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘মুস্তাফিজের আইপিএলে শেখার কিছু নাই। মুস্তাফিজের শেখার সময় পার হয়ে গেছে। বরং মুস্তাফিজের থেকে শিখতে পারে আইপিএল খেলোয়াড়রা। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজকে কাছে পেলে অন্যদের সুবিধা হবে।’</p> <p>মুস্তাফিজকে আইপিএলে না রেখে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্তের ব্যাখ্যায় জালাল বলেন, ‘আইপিএল আপনাদের কাছে মনে হয় শুধু চার ওভারের (বোলিং করা) খেলা। কিন্তু এটা কি জানেন, কতটা ধকল নিতে হয়? খেলা শেষে রাত ১টায় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাঁদের ট্র্যাভেল করতে হয়। এটা অনেক কষ্ট।’</p> <p>জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে মুস্তাফিজকে ফিরিয়ে আনলেও সব ম্যাচ খেলাবে না বিসিবি। জালাল বলছিলেন, ‘তারা (চেন্নাই) চাইবে মুস্তাফিজ থেকে শতভাগ নেওয়ার জন্য। মুস্তাফিজের ফিটনেস, স্বাস্থ্য<span lang="DA" style="font-size:12.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">―</span></span>এসব নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে। মুস্তাফিজকে এখানে ফেরানোর কারণ শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য নয়। জিম্বাবুয়ে সিরিজে আমরা তাকে ওয়ার্ক লোড ঠিক রেখে খেলাব। আইপিএলে থাকলে সেই পরিকল্পনা হবে না। সুতরাং মুস্তাফিজের শেখার অধ্যায় শেষ। মুস্তাফিজকে শেখানোর আর কোনো দরকার নেই। সে সাত-আট বছর ধরে ক্রিকেট খেলে। আইপিএলে খেলে। তো লাভবান তারা হবে, আমরা হব না।’</p> <p>১ জুন শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে মুস্তাফিজকে পূর্ণ ফিট হিসেবে চান জালাল, ‘মুস্তাফিজকে দেশে ফিরিয়ে আনা মানেই যে আমরা তাকে জিম্বাবুয়ে সিরিজে খেলাব তা নয়। আমরা তাকে ওয়ার্ক লোড দেব, চাপ কমাব, দলের সঙ্গে থাকবে, বোঝাপড়া বাড়বে। বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্টে যাচ্ছে, যাওয়ার আগে তো অ্যাডজাস্ট করতে হবে। ফিট থাকতে হবে। আই নিড হিম। ফ্রেশ মুস্তাফিজকে চাই।’</p>