<p>চ্যাম্পিয়নস লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। ইউরোপের অন্যতম সফল এই দল তিন মৌসুম পর খেলেছে কোয়ার্টার ফাইনাল। আর ফিরেই শেষ আটে কাতালানরা মুখোমুখি ‘চেনাশত্রু’ পিএসজির। পার্ক দ্য প্রিন্সেসে আজ রাতে অনুষ্ঠিত হবে পিএসজি-বার্সার ফুটবল রোমাঞ্চের প্রথম পর্ব।</p> <p>বুধবার রাতের আরেক ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদ আতিথ্য দেবে বরুশিয়া ডর্টমুন্ডকে। প্রথম লেগে এগিয়ে যাওয়ার ব্রত নিয়ে স্পেনের রাজধানীতে মুখোমুখি হবে এ দুই দল।</p> <p>চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বার্সেলোনার লড়াই এখন নিয়মিত দৃশ্য। নক আউট রাউন্ডে এর আগে পাঁচবার মুখোমুখি হয়ে দুই দলেরই জয় সমান তিনটি করে। এই পাঁচবারে শেষ আট থেকে দুইবারসহ পিএসজিকে তিনবার বিদায় করেছে বার্সা। ২০২০-২১ মৌসুমেও মুখোমুখি হয়েছিল এই দুই জায়ান্ট। শেষ ষোলোর ওই লড়াইয়ে ৫-২ গোলের জয়ে শেষ আটে নাম লেখায় পিএসজি। ন্যু ক্যাম্পে হ্যাটট্রিকসহ দুই লেগ মিলিয়ে চার গোল করেছিলেন কিলিয়ান এমবাপ্পে। এবারও যে মাঠে নেমে পালিয়ে বেড়াবেন না সেই হুংকার জাভির দলকে দিয়ে রেখেছেন ফরাসি ফরোয়ার্ড, ‘আমি সব সময়ই তৈরি থাকি। আমি লুকিয়ে থাকব না। আমি নিশ্চিত, আমরা সব কিছু উজাড় করে দিয়ে খেলব। বাকিটা ঈশ্বরের হাতে।’  </p> <p>লা লিগার শিরোপা লড়াই থেকে ছিটকে পড়লেও তুখোড় ছন্দে আছে বার্সেলোনা। জাভি এর্নান্দেস কোচের চাকরি ছাড়ার ঘোষণা দেওয়ার পর টানা ১১ ম্যাচে অপরাজিত আছে কাতালানরা। অন্যদিকে সর্বশেষ ২৭ ম্যাচে হারেনি লুই এনরিকের পিএসজি। বার্সেলোনা সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জিতেছিল এই লুই এনরিকের অধীনেই। পিএসজির দীর্ঘদিনের চ্যাম্পিয়নস লিগের আক্ষেপ ঘোচানোর স্বপ্নে সাবেক এই ক্লাবকে শেষ আট থেকে বিদায় করার ছক কষছেন এখন এনরিকে।  </p> <p>নিষেধাজ্ঞার জন্য রক্ষণভাগের খেলোয়াড় আশরাফ হাকিমিকে না পাওয়াটা লুই এনরিকের জন্য বড় দুশ্চিন্তার জায়গা। এমন দুশ্চিন্তা আছে জাভিরও। এই ম্যাচে কার্ড দেখে ফিরতি লেগে না খেলার নিষেধাজ্ঞার ঝুঁকিতে আছেন বার্সার অন্তত সাতজন খেলোয়াড়। চোটের জন্য মাঝমাঠের খেলোয়াড় গাভিকে পাচ্ছে না বার্সা। অবশ্য পেদ্রি, ফ্রাংকি ডি ইয়ংয়ের অনুশীলনে ফেরার সুখবরও আছে কাতালানদের। ইএসপিএন</p>