<p>লিভারপুলের সামনে সুযোগ ছিল শীর্ষে ফেরার। তবে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জিততে পারেনি অলরেডরা। ড্র'তেই শেষ হয়েছে ম্যানইউ-লিভারপুল মহারণ। প্রথমে এগিয়ে গেলেও টানা দুই গোল হজম করে লিভারপুল। পরে স্পট কিক থেকে দলকে ম্যাচে ফেরান মোঃ সালাহ।</p> <p>খেলার ২৩ মিনিটে লুইস ডিয়াজের গোলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। ডারউইন নুনেজের অ্যাসিস্টে ছয়গজ দূর থেকে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন ডিয়াজ। দ্বিতীয়ার্ধের শুরুতে (৫০তম মিনিট) ওই গোল শোধ দিয়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড।</p> <p>লিভারপুলের রক্ষণভাগের এক খেলোয়াড়ের ভুলে বল পেয়ে আগুয়ান গোলরক্ষককে ৩৫ গজ দূর থেকে নেওয়া শটে বল জালে জড়িয়েছেন পর্তুগিজ তারকা। স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে খানিকটা পরে রেড ডেভিলদের এগিয়ে দেন কোবি মাইনু (২-১)। অ্যারন ফন বিসাকার অ্যাসিস্টে বক্সের বাঁ প্রান্ত দিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন কোবি মাইনু। ৮৪ মিনিটে লিভারপুলের হয়ে সমতা ফেরান মোহাম্মেদ সালাহ। ম্যানইউর অ্যারন বিসাকা বক্সের মধ্যে হার্ভে ইলিয়টকে ফাউল করলে পেনাল্টি পায় লিভারপুল। স্পট কিকে বল জালে জড়াতে একদম ভুল করেননি মিসরীয় ফরোয়ার্ড।</p> <p>৩১ ম্যাচে আর্সেনালের অর্জন ৭১ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের সংগ্রহও ৭১ পয়েন্ট। তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষেই আছে আর্সেনাল। আর তিনে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্টও ৭০। শীর্ষে থাকা তিন দলের মধ্যে ব্যবধান মাত্র এক পয়েন্ট। </p>