ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
১ পৌষ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪
১ পৌষ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

অলরাউন্ডার মায়ার্স জেতালেন বরিশালকে

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
শেয়ার
অলরাউন্ডার মায়ার্স জেতালেন বরিশালকে
ছবি মীর ফরিদ

চট্টগ্রাম তার ঘরের ছেলে তামিম ইকবালে দল ফরচুন বরিশালকে বেশ ভালোভাবেই বরণ করে নিল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা দুই ম্যাচের দুটিতেই জিতল বরিশাল। আজ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ১৮ রানে জয় পেয়েছে। ১০ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে বরিশাল।

আগে ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় বরিশাল। রান তাড়ায় ৪০ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ফেলে সিলেট। জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনদের ব্যাট হাসেনি। সিলেটের হারানো পাঁচ উইকেটের তিনটি নেন বরিশালের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামা কাইল মায়ার্স।

রান তাড়ায় নামা ইনিংসের প্রথম ওভারে হ্যারি টেক্টরকে বোল্ড ও অধিনায়ক নাজমুলকে সৌম্য সরকারের দারুণ এক ক্যাচ বানিয়ে ফেরান মায়ার্স। প্রথম ম্যাচ খেলতে নামা অ্যাঞ্জেলো পেরেরা আউট হন কেশভ মহারাজের বলে। মেহেদী হাসান মিরাজের শিকার রায়ান বার্ল। তবে ষষ্ঠ উইকেটে বরিশালকে ভালোই ভুগিয়েছেন বেনি হাওয়েল ও আরিফুল হক।

তবে সেটা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। তাঁরা ১০৮ রান যোগ করেন যা বিপিএলে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। আরিফুল ৩১ বলে ৪ ছক্কা ও ৫ চারে ৫৭ রান করেন। শেষ ওভারে ২৩ রান দরকার ছিল। হাওয়েল মোহাম্মদ সাইফউদ্দিনের দ্বিতীয় বলে ৫৩ রান করে আউট হন।
শেষ পর্যন্ত সিলেটের ইনিংস থামে ১৬৫ রানে।

এর আগে ইনিংসের শুরুতে সুবিধা করতে পারেনি বরিশালও। ৬৫ রানের মধ্যে ড্রেসিংরুমে ফেরেন তামিম ইকবাল (১৯), আহমেদ শেহজাদ (১৭) ও সৌম্য (৮)। তবে চতুর্থ উইকেটে মেয়ার্স ও মুশফিকুর রহিম ৮৪ রান যোগ করেন। ৩১ বলে সমান তিন চার ও তিন ছক্কায় ৪৮ রান করে বাঁহাতি পেসার শফিকুল ইসলামের বলে আউট হন মেয়ার্স। দলীয় স্কোরে আর পাঁচ রান যোগ করে তাঁকে অনুসরণ করেন মুশফিক। রান আউট হওয়ার আগে সমান তিনটি চার ও তিনটি ছক্কায় ৫২ রান করেন এই অভিজ্ঞ ব্যাটার।

শেষ দিকে বরিশালের রান ১৮০ ছাড়িয়ে যায় মাহমুদ উল্লাহ রিয়াদ ও মিরাজের দুটো কার্যকরী ইনিংসে। মাহমুদ ১২ বলে ১২ রানে অপরাজিত থাকেন। তবে মিরাজ দুই ছক্কায় ৭ বলে ১৫ রান করে আউট হন। সিলেটের হয়ে তিন উইকেট নেন পেসার তানজিম হাসান সাকিব।

মন্তব্য

সম্পর্কিত খবর

সোতোর ৭৫০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফার ফি'র গল্প

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সোতোর ৭৫০ মিলিয়ন ডলারের রেকর্ড ট্রান্সফার ফি'র গল্প
হুয়ান সোতো। ছবি : সংগৃহীত

পেশাদার খেলাধুলার ইতিহাসে চোখ কপালে ওঠার মতোই খেলোয়াড় ট্রান্সফারের ঘটনা ঘটেছে বেসবলে। কয়েকদিন আগে ডোমিনিকান রিপাবলিকের তারকা হুয়ান সোতোকে ১৫ বছরের জন্য ৭৫০ মিলিয়ন ডলারের বিনিময়ে দলে নেয় নিউ ইয়র্ক মেটস। তবে এই চুক্তির পেছনে কী আছে, এখন তা নিয়ে প্রশ্ন উঠছে। 

কে এই হুয়ান সোতো?

বেসবলের দর্শক বা ফ্যান না হলেও, সোতো সম্পর্কে জানার পর আপনার অবাক হওয়া স্বাভাবিক।

ডোমিনিকান রিপাবলিকের আউটফিল্ডার সোতো নিউ ইয়র্ক মেটসের সঙ্গে চুক্তি করেছেন, যা পেশাদার খেলাধূলার ইতিহাসে সর্বোচ্চ চুক্তি বলে ধারণা করা হচ্ছে। 
এর আগে সোতো ২০১৮ সালে প্রথমবারের মতো এমএলবি দল ওয়াশিংটন ন্যাশনালসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। প্রথম ৫ মৌসুমে ২২টি হোম রান করার পর, তিনি স্যান ডিয়েগো প্যাড্রেস এবং পরে নিউ ইয়র্ক ইয়াঙ্কিসে যোগ দেন। 

১৫ বছরের চুক্তিতে সোতোর সঙ্গে  নিউ ইয়র্ক মেটসের ২০৩৯ সালে চুক্তি শেষ হবে।

সেই সময় তার বয়স হবে ৪১।

এর আগে ৬০০.৮৯ মিলিয়ন ডলার চুক্তিতে শোহেই ওহতানি ১০ বছরের চুক্তি খেলার ইতিহাসে সর্বোচ্চ চুক্তি।

সোতো কেন এত স্পেশাল?

২০২৪ মৌসুমে, সোতো ইয়াঙ্কিসের হয়ে এমএলবির সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে দ্বিতীয় ছিলেন (১২৮)। তার ব্যাটিং গড় ছিল ০.২৮৮, যা ছিল এমএলবির ১৬ তম সেরা গড়।

তার আরো একটি অসাধারণ পারফরম্যান্স ছিল বিশ্ব সিরিজে, যেখানে তার ব্যাটিং গড় ছিল ০.৩১৩, যা পুরো সিরিজে দ্বিতীয় সেরা ছিল। 

তিনি একাধারে পাঁচটি সিলভার স্লাগার অ্যাওয়ার্ড জিতেছেন, যা প্রতি পজিশনে সেরা আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয়। 

১

কেন সোতোকে এত কিনলেন নিউ ইয়র্ক মেটস?

২০২৪ মৌসুম শেষে ফ্রি এজন্ট হওয়ায় সোতোকে নিয়ে পাঁচটি এমএলবি দল আগ্রহ প্রকাশ করেছিল। তার আগের দল ইয়াঙ্কিসসহ তাকে পেতে মরিয়া ছিল, লস এঞ্জেলেস ডজার্স, টরন্টো ব্লু জে, এবং বস্টন রেড সক্স। যার কারণে এমএলবি দলগুলো তার সঙ্গে চুক্তি করতে নিলাম শুরু করে দেয়।

তার আগের দলইয়াঙ্কিস তাকে ধরে রাখার জন্য ৬৪১.৯ মিলিয়ন ডলার প্রস্তাবও দিয়েছিল। 

মূলত সোতোর এই উচ্চমূল্যের চুক্তি তার তারকা প্রতিভা এবং ফ্রি এজেন্ট হওয়ার কারণে তৈরি হয়েছে। 

১

কেন বেসবল খেলোয়াড়রা এত বেশি অর্থ পান?

এমএলবি দলের আয়ের মূল উৎস হলো টিকিট বিক্রি, সম্প্রচার চুক্তি, স্পন্সরশিপ এবং মার্চেন্ডাইজ। তাদের যথেষ্ট অর্থ আছে খরচ করার জন্য। ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এমএলবি দলের গড় মূল্য ২.৪ বিলিয়ন ডলার। ২০২৪ সালে ইয়াঙ্কিসের মূল্য ছিল ৭.৫৫ বিলিয়ন ডলার।

এমএলবি-তে কোন বেতন সীমা নেই, যা এটিকে অন্য ইউএস পেশাদার লীগ যেমন এনএফএল, এনবিএ, এবং এনএইচএল থেকে আলাদা করে। তবে এমএলবি 'প্রতিযোগিতামূলক ভারসাম্য কর' চালু করেছে, যা দলের খরচের একটি নির্দিষ্ট সীমা পার হলে অতিরিক্ত টাকার ওপর কর ধার্য হয়। 

এছাড়া, সাম্প্রতিক সময়ের মধ্যে ফোর্বসের শীর্ষ ৫০ সেরা খেলোয়াড়ের মধ্যে শুধু দুজন বেসবল খেলোয়াড়ের নাম ছিল; শোহেই ওহতানি এবং ম্যাক্স শেরজার।

বেসবলে এত দীর্ঘমেয়াদি চুক্তি হয়?

এমএলবিতে দীর্ঘ চুক্তি স্বাভাবিক ব্যাপার। শোহেই ওহতানি, ব্রাইস হপার এবং মুকি বেটসের মতো তারকা খেলোয়াড়রা ১০ বছরেরও বেশি চুক্তিতে আছেন।

এই দীর্ঘ চুক্তিগুলো খেলোয়াড়দের অন্য ফ্র্যাঞ্চাইজির কাছে চলে যাওয়া আটকাতে ব্যবহার করা হয়। তবে, দীর্ঘ চুক্তির ঝুঁকি থাকে, কারণ এটি সংশ্লিষ্ট খেলোয়াড়ের পারফরম্যান্স এবং ফিটনেসের ওপর নির্ভর করে, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমে যেতে পারে।
 

প্রাসঙ্গিক
মন্তব্য

কেন হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
কেন হঠাৎ টি-টোয়েন্টি দলে নাহিদ রানা
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

লিটন দাসকে অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা হয়েছিল আগেই। এবার হঠাৎ করে সে তালিকায় যুক্ত করা হলো পেসার নাহিদ রানাকে। 

২২ বছর বয়সী এই পেসার এখন পর্যন্ত ৬টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে টি-টোয়েন্টিতে এখনো অভিষেকের অপেক্ষায় আছেন।

সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকায় এবার ক্যারিবিয়ান দ্বীপে অভিষেক হতেও পারে তার।

সেন্ট ভিনসেন্টে আগামী সোমবার ভোরে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ১৮ ও ২০ ডিসেম্বর।  

বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল ও নাহিদ রানা।

মন্তব্য

সালাহর উত্তরসূরি হিসেবে চাওয়া কে এই বাকায়োকো

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সালাহর উত্তরসূরি হিসেবে চাওয়া কে এই বাকায়োকো
জোয়ান বাকায়োকো।

বেলজিয়ামের তরুণ তারকা ফুটবলার বাকায়োকোকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে প্রিমিয়ার লিগের দুই ক্লাব নিউক্যাসল ও লিভারপুল। গেল দুই মৌসুমে অসাধারণ পারফরম্যান্স করে ইউরোপের বিভিন্ন ক্লাবের নজর কাড়া এই ফুটবলার বর্তমানে পিএসভিতে খেলেন।

বেলজিয়ামের বেশ কয়েকটি ক্লাবের একাডেমিতে সময় কাটানোর পর, বাকায়োকো ২০১৯ সালে পিএসভিতে যোগ দেন। ২০২১-২২ মৌসুমে ডাচ দ্বিতীয় বিভাগের ইয়ং পিএসভির হয়ে ১৭ গোল করার পর, এই উইঙ্গারকে পরের মৌসুমের জন্য সিনিয়র দলে নেওয়া হয়।

গত দুই বছরে সিনিয়র পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন বাকায়োকো।

নিউক্যাসল তাদের দলে একজন রাইট উইঙ্গার চায়। বাকায়োকো তাদের প্রধান লক্ষ্য। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাকে নেওয়ার জন্য জানুয়ারিতে কোনো প্রস্তাব দেওয়া সম্ভব নাও হতে পারে।

জানা গেছে , নিউক্যাসলের প্রস্তাব ‘হাইজ্যাক’ করতে চায় লিভারপুল। দরটির কোচ আর্নে স্লট ২১ বছর বয়সী এই খেলোয়াড়কে দলে ভেড়ানোর চেষ্টা করছে। পিএসভির পক্ষ থেকে এই তারকার জন্য অন্তত ৬০ মিলিয়ন ইউরো দাবি করছে। যা লিভারপুলের সামর্থ্যের মধ্যে রয়েছে, কারণ গ্রীষ্মে দলবদলে তাদের তুলনামূলকভাবে কম খরচ হয়েছে।

স্লট মোহাম্মদ সালাহর দীর্ঘমেয়াদি উত্তরসূরি হিসেবে বাকায়োকোকে দেখছেন।

মন্তব্য

সিলেটে তামিম-ঝড়, পারলেন না শান্ত

ক্রীড়া ডেস্ক
ক্রীড়া ডেস্ক
শেয়ার
সিলেটে তামিম-ঝড়, পারলেন না শান্ত

এনসিএল টি-টোয়েন্টিতে ৫৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তামিম ইকবাল। ৭টি চার এবং ৬টি ছক্কায় ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরির মাত্র ৯ রান দূরে থাকতে আউট হন এই ওপেনার।

তামিম শুরুটা করেছিলেন ধীরে। প্রথম ২০ বলে করেছিলেন মাত্র ২১ রান।

ফিফটি ছোঁন ৩৭ বলে। তবে শেষ ৩৪ বলে তিনি সংগ্রহ করেছেন ৭০ রান। তার অসাধারণ ব্যাটিংয়ে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগের সামনে ১৮৩ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায়। 

অন্যদিকে গতকাল বরিশালের বিপক্ষে গতকাল ৮০ রান করলেও আজ ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত।

রংপুরের বিপক্ষে করতে পেরেছেন মাত্র ৬ রান। তার দল রাজশাহীও হেরেছে। 

টস জিতে আগে ব্যাটিং করে ১৮৯ রান করা রাজশাহীর বিপক্ষে ১৮ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। এই ইনিংসে আকবর তুলে নেন স্বীকৃত টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি।

 

সিলেট আউটার স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে ঢাকা মহানগর ১৯ রানে হারিয়েছে ঢাকা বিভাগকে।

প্রাসঙ্গিক
মন্তব্য

সর্বশেষ সংবাদ