<p>প্রথম ইনিংসে ভারতের ৩৯৬ রানের জবাবে দাপুটে শুরুই করেছিল ইংল্যান্ড। প্রথমে দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলির ৫৯ রানের জুটি। ডাকেট ২১ রানে আউট হওয়ার পর ওলি পোপকে নিয়ে আরো বিধ্বংসী হয়ে ওঠেন ক্রাউলি।</p> <p>দুজনের ৬৪ রানের জুটি। ক্রাউলি ৭৮ বলে ৭৬ রান করে ফেরার পর ইনিংসের বাকি গল্পটা জসপ্রিত বুমরাহর। ইংলিশ ব্যাটিং লাইনআপকে রীতিমতো গুটিয়ে দিয়েছেন বুমরাহ। একে একে তুলে নেন পোপ (২৩), জো রুট (৫), জনি বেয়ারেস্টো (২৫), বেন স্টোকস (৪৭), টম হার্টলি (২১) ও জেমস অ্যান্ডারসন (৬)।</p> <p>ইনিংস শুরু করেও বুমরাহর আগুনে সেগুলো বড় করতে পারেননি ইংলিশ ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৫৩ রানে অল আউট হয় সফরকারীরা। বুমরাহ ছাড়া ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার কুলদীপ যাদব। একটি উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেল।</p> <p>১৪৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আবার ব্যাটিং শুরু করে ভারত। ২৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা। রোহিত ১৩ ও জয়সওয়াল ১৫ রানে ব্যাট করছেন। এর আগে ভারতের প্রথম ইনিংসে নিঃসঙ্গ শেরপা ছিলেন জয়সওয়াল। টেস্ট ক্যারিয়ারের প্রথম দ্বিশতক করে ২০৯ রানে আউট হন তিনি।</p>