<p>পাঁচ মাস মাঠের বাইরে থাকা। চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফিরে পারফর্ম করা চ্যালেঞ্জিং বটে। কিন্তু কেভিন ডি ব্রুইন ফেরাটা করেছে রাজসিকভাবেই। মাঠে ফেরার পর প্রথম ম্যাচে অ্যাসিস্টের পর গতকাল লিগ ম্যাচে বদলি নেমে ম্যানচেস্টার সিটিকে এনে দিয়েছেন মহাগুরুত্বপূর্ণ গোল। এরপর অস্কার ববের গোলে রেখেছেন অবদান। এমন পারফরম্যান্স কেভিন ডি ব্রুইনের কাছ থেকে নতুন কিছু নয়। দীর্ঘ সময় ধরে সিটিজেনদের জার্সিতে পারফর্ম করে আসছেন এই বেলজিয়ান তারকা। সিটিজেন বস পেপ গার্দিওলাও তাই ডি ব্রুইনকে কিংবদন্তি আখ্যায়িত করতে ভুল করলেন না।<br />  <br /> মৌসুমের প্রথম ম্যাচেই হ্যামেস্ট্রিংয়ের চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যান কেভিন ডি ব্রুইন। এরপর পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করে গত সপ্তাহে মাঠে ফিরেছেন এই মিডফিল্ডার। মাঠে ফিরলেও এখনও নব্বই মিনিট খেলার জন্য উপযুক্ত না হওয়ায় বদলি হয়ে খেলেছেন গত দুই ম্যাচ। </p> <p>গতকাল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৬৯ মিনিটে ডি ব্রুইন যখন মাঠে নামেন তখন সিটি পিছিয়ে ছিল ২-১ গোলে। সেন্ট জেমস পার্কে স্বাগতিকদের দর্শকদের স্তব্ধ করে দেন ৭৪ মিনিটে। বক্সের বাইরে থেকে নিখুঁত নিচু শটে লক্ষ্যভেদ করে সিটিকে ফেরান ম্যাচে। আর যোগ করা সময়ে তাঁর অ্যাসিস্টে গোল করেন বব।</p> <p>ডি ব্রুইনকে কিংবদন্তি আখ্যায়িত করে ম্যাচের পর গার্দিওলা বলেছেন,'সে একজন কিংবদন্তি। আমার মনে হয়েছিল, পাঁচ মাস পর ফিরে সে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত নয়, কিন্তু আমরা তাকে এভাবে পেলাম, শেষ মিনিট পর্যন্ত প্রভাব রেখেছে। গোল এবং অ্যাসিস্ট, আমরা তাঁকে ভালবাসি এবং আশা করি মৌসুমের বাকি সময়ে সে আমাদের সাহায্য করবে।' ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ম্যানসিটি। দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।</p>