<p>২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। সে বছরই সপ্তম ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু সেই ব্যালন ডি’অর জয়ের পেছনে হাত ছিল পিএসজির। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে সুপারিশ করেছিল ফরাসি ক্লাবটি। এমন অভিযোগের পর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্যারিসের প্রসিকিউটর অফিস। ফরাসি গণমাধ্যম লা মন্দে সম্প্রতি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।</p> <p>এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের সাবেক প্রধান এবং ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেরেকে ২০২০ ও ২০২১ সালে নানাভাবে প্রভাবিত করেছে। এ ছাড়া অভিযোগ আছে, বিভিন্নভাবে পাসকেল সহযোগিতা ও সুবিধা দেওয়া হয়েছে। যাতে ব্যালন ডি’অর জিততে পারেন মেসি। মূলত বাণিজ্যিক দিক দিয়ে লাভবান হওয়ার কারণেই এমনটা করেছে পিএসজি বলে অভিযোগ তোলা হয়েছে।</p> <p>এ ছাড়া ম্যাগাজিনের সাবেক পরিচালক জন মার্সিয়াল রিবসও জড়িত আছে বলে অভিযোগ করা হয়েছে। বিভিন্ন সময় সাংবাদিক, রাজনীতিবিদ, সংসদীয় সদস্যের জন্য পিএসজির ম্যাচের ভিআইপি টিকিটের জন্য সুপারিশ করতেন। লা মন্দে</p>