<p>সদ্য এশিয়া কাপ জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এক লাখ টাকা করে বোনাস পেয়েছেন।</p> <p>কোচিং স্টাফের সদস্যরা পেয়েছেন ৫০ হাজার টাকা করে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। গত ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৬ রানের ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রথম ব্যাট করে ২৮৩ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে ৮৭ রান তুলতেই অল আউট হয়ে যায় আমিরাতের যুবারা।  </p> <p>আগামী ১৯ জানুয়ারি শুরু হচ্ছে যুব বিশ্বকাপ। এশিয়া কাপজয়ী সেই দল নিয়েই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। আগামী ৭ জানুয়ারি দেশ ছাড়বেন মাহফুজুর রহমান রাব্বীরা। ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে, ২০ জানুয়ারি। গ্রুপের বাকি দুই দল আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।</p>