<p>দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি জয়, সিরিজটা শেষ হয় ড্রয়ে। এবার টি-টোয়েন্টি থেকে মনোযোগ সরিয়ে ওয়ানডের পালা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ দক্ষিণ আফ্রিকার মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।<br /> দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ। ওই জয়ের সুখস্মৃতি সঙ্গী করে রংধনুর দেশে কী প্রথম ওয়ানডে জয়ের উৎসবেও ভাসবেন নিগার সুলতানারা! আর সেই জয়টা যদি আসে মহান বিজয় দিবসে তাহলে দারুণ হয়! দক্ষিণ আফ্রিকায় এর আগে আট ওয়ানডে খেলে একবারও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা।<br /> পঞ্চাশ ওভারের ক্রিকেটে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ মেয়েদের বিপক্ষে শ্রেষ্ঠত্ব দক্ষিণ আফ্রিকার মেয়েদেরেই। ১৮ ওয়ানডেতে তাদের জয় ১৬, বিপরীতে বাংলাদেশ মেয়েদের জয় ২টি। সবশেষ এই দুই দল মুখোমুখি হয়েছিল ২০২২ সালের বিশ্বকাপের গ্রুপ পর্বে। ওই ম্যাচে বাংলাদেশকে ৩২ রানে হারিয়েছিল প্রোটিয়া মেয়েরা। <br /> ওয়ানডে সিরিজ ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ। সাত জয় এবং দুই হারে বর্তমানে পয়েন্ট তালিকায় বর্তমানে পাঁচে আছে র‌্যাংকিংয়ে তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা। তাদের অর্জন ১৪ পয়েন্ট। অন্যদিকে র‌্যাংকিংয়ে আট নম্বরে থাকা বাংলাদেশ আছে আট নম্বরে। ১২ ম্যাচে ৩টি জয়ে তাদের পয়েন্ট ১১। </p>