<p>ব্যর্থতার বৃত্তেই আটকে আছে জার্মানি। কোচ বদলিয়েও ভাগ্য বদল হয়নি চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। ফিফা প্রীতি ম্যাচে সবশেষ তিন ম্যাচেই জয়হীন দলটি। যার দুইটিতেই হেরেছে। গত রাতে অস্ট্রিয়ার কাছে হেরেছে ২-০ ব্যবধানে। দুই দিন আগে তুরস্কের কাছে হেরেছিল ৩-২ ব্যবধানে।</p> <p>কাতার বিশ্বকাপে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই। এরপর আন্তর্জাতিক ফুটবলে হানসি ফ্লিকের অধীনে ছয় ম্যাচে জয় মোটে একটিতে। এর মধ্যে পোল্যান্ড, কলম্বিয়ার পর জাপানের কাছে শোচনীয় হার হয়েছে জার্মানির। সব মিলিয়ে টালমাটাল অবস্থা জার্মান ফুটবলের। এমন অবস্থায় দায়িত্ব তুলে দেওয়া হয় নাগেলসম্যানের কাঁধে। কিন্তু তাঁর অধীনেও দিশা খুঁজে পায়নি জার্মানি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে শুরু করলেও পরের তিন ম্যাচে জয়হীন। ইউরো চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ায় বাছাইপর্ব খেলতে হচ্ছে না জার্মানির।</p> <p>ঘরের মাঠে ম্যাচের ২৯ মিনিটে এগিয়ে যায় অস্ট্রিয়া। এগিয়ে নেন মার্সেল সাবিতজার। ৪৯ মিনিটে বিপদ আরো বাড়ে জার্মানির। লাল কার্ড দেখেন লেরয় সানে। তাতে দশ জনের দলে পরিণত হয় জার্মানি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরা তো দুরের থাক, উল্টো গোল হজম করে। ৭৯ মিনিটে অস্ট্রিয়ার জয় নিশ্চিত করেন ক্রিস্তফ বাউমগার্টনার। </p> <p>ম্যাচের পর হতাশা নিয়ে নাগেলসম্যান বলেছেন, 'আমরা স্বাধীনভাবে খেলতে পারিনি। প্রতিটি জায়গায় আমাদের অবিশ্বাস্যভাবে কাজ করতে হবে। এই পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। অনুশীলনে আমরা অনেক ভালো করছি কিন্তু এটা ম্যাচে রূপান্তর করতে পারছি না। আমরা আত্মবিশ্বাসের ঘাটতিতে আছি।'</p>