<p>১২৮ বলে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলেও কি না অনুভূতিশূন্য গ্লেন ম্যাক্সওয়েল। এমন দানবীয় ব্যাটিংয়ে আফগানিস্তানে কাছ থেকে ম্যাচ ছিনতাই করেন তিনি। ম্যাক্সওয়েলকে আরো বেশি বাহবা দিতে হবে যখন জানবেন, ক্র্যাম্পের জন্য এক পায়ে দাঁড়িয়ে ইনিংসটি খেলেছেন তিনি! এই ইনিংসে গড়েছেন একগাদা রেকর্ড। ইতিহাসে নাম লিখিয়ে ম্যাক্সওয়েল জানিয়েছেন, মনে হচ্ছিল আফগান বোলারদের সঙ্গে মজা করছিলেন তারা।</p> <p>২৯২ রান তাড়ায় ৯১ রানে ৭ উইকেট হারিয়ে পরাজয়ের প্রহর গুনছিল অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল এলেন, দেখলেন, জয় করলেন। অষ্টম উইকেটে ২০২ রানের অবিচ্ছেদ্য জুটিতে প্যাট কামিন্সের অবদান মাত্র ১২। অথচ সেঞ্চুরির পর ব্যাটই ধরতে পারছিলেন না ম্যাক্সওয়েল। মুম্বাইয়ের গরমে পেশির টান সইতে না পেরে মাটিতে লুটিয়েও পড়েছিলেন। এরপর এক পায়ে ভর দিয়েন খেলেন বাকি সময়।</p> <p>এমন অনবদ্য, অবিশ্বাস্য, বীরোচিত ইনিংসে খেলেও নির্বিকার ম্যাক্সওয়েল, ‘বেশ সতেজ লাগছে, যদিও অনুভূতি খুব একটা কাজ করছে না। সবকিছু দুর্দান্ত ছিল। মনে হয়েছে আমি আর প্যাটি (প্যাট কামিন্স) মজা করছিলাম। আগামী কয়েক দিনে হয়তো পরিস্থিতি আরও বুঝতে পারব, আশা করছি হ্যামস্ট্রিং ও পায়ের পেছনের মাংসপেশিতে নড়াচড়া ফিরে পাব। বর্তমানে অবস্থা বেশ বাজে।’</p> <p>এই এক ইনিংসে গড়েছেন একাধিক  রেকর্ড। ২৯২ রান তাড়া করে ওয়াংখেড়েতে এর আগে কেউ জেতেনি। অস্ট্রেলিয়াও কখনো বিশ্বকাপের মতো বড় মঞ্চে এত রান তাড়া করেনি। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ তো বটেই, ওয়ানডেতেই এটি কারো প্রথম ডাবল সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে ছয় নাম্বারে নেমে খেলা সর্বোচ্চ রানের ইনিংস এটি৷ বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।</p> <p>ম্যাক্সওয়েল প্রথম ব্যাটার যিনি রান তাড়া করতে গিয়ে যিনি ডাবল সেঞ্চুরি করে বিশ্বকাপে দলকে ম্যাচ জেতালেন। অষ্টম উইকেটে এটি অস্ট্রেলিয়া এবং বিশ্বকাপেরই সেরা জুটি।</p>