<p>টানা তিন ম্যাচ জিতে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে আফগানিস্তান। পরের দুই ম্যাচে দুইটিতে জিতলে এমন একটি জিতলেও শেষ চারের দরজা খুলে যেতে পারে যুদ্ধ বিধ্বস্ত দেশটির। তা-ই যদি হয় তবে তা বিশাল অর্জন হবে দেশটির জন্য। আর সেটা শুধু দেশের মানুষের জন্য বাস্তবে রূপ দিতে চান আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।</p> <p>আজ নখনউতে নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। নেদারল্যান্ডসকে মাত্র ১৭৯ রানে গুটিয়ে দেওয়ার পর দারুণ ব্যাটিং লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। রহমত শাহর ৫২ এবং অধিনায়ক শহিদীর ৫৩ রানে চরে সহজ জয় পায় তাঁরা। বল হাতে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ নবী।  </p> <p>ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার পর ডাচদের হারিয়ে এখন সেমির স্বপ্ন দেখছে আফগানিস্তান। সেই স্বপ্ন পূরণ করতে সেরাটা দেওয়ার কথা বলেছেন অধিনায়ক শহিদী,'আমরা সবাই সংঘবদ্ধ। আমরা সবাই উপভোগ করছি এবং দলকে জেতানোয় মনোযোগ রাখছি। সেমিফাইনাল খেলতে সেরাটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য বিশাল অর্জন হবে।'</p> <p>তিন মাস আগে মা'কে হারিয়েছেন শহিদী। সেই শোককে শক্তিতে পরিণত করে দারুণ করছেন আফগান অধিনায়ক। তবে পরিবারের চেয়েও দেশের জন্য সেমিফাইনাল খেলার কথা বলছেন তিনি,'তিন মাস আগে মা'কে হারিয়েছি, এ জন্য আমার পরিবার শোকাহত। তবে আমার পরিবারের চেয়েও দেশের জন্য বড় কিছু হবে যদি শেষ চারে খেলতে পারি।' ক্রিকইনফো</p>